Best Places for Solo Trip in India | ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন 'সোলো ট্রিপে'! পাহাড় থেকে সমুদ্র, ভারতের এই জায়গাগুলিতে নিশ্চিন্তে ঘুরতে পারেন একলাই!

Thursday, May 30 2024, 2:33 pm
highlightKey Highlights

বর্তমানে ভারতে সোলো ট্রিপ করেন এমন প্রায় রয়েছে ঘরে ঘরে। অনেকের ইচ্ছা কিন্তু একলা ভ্রমণ করতে গেলে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেখানে যাবেন, সেখানে থাকার জন্য ‘হস্টেল’-এর সুবিধা আছে কি না, হোটেলে একাকী রাত্রিবাসের ছাড়পত্র মেলে কি না, আর গণ পরিবহণের অবস্থা কতটা ভাল, সর্বোপরি জায়গাটি একলা ভ্রমণের জন্য কতটা নিরাপদ। তাই আপনার যদি সোলো ট্রিপ করার থাকে তাহলে আপনার জন্য রইলো ভারতে সোলো ট্রিপের জন্য সেরা জায়গা এর খোঁজ।


ঘুরতে যেতে কে না ভালোবাসে। তবে সময়ের অভাবে অনেকেরই সেরমভাবে ঘুরতে যাওয়া হয় না। সময় পেলেও আবার অনেকেই পান না ঘুরতে  যাওয়ার সঙ্গী। কিন্তু ইচ্ছা থাকলেই যে উপায় হয়। এভাবেই 'সোলো ট্রিপ' (Solo Trip) এর আবিষ্কার। 'যদি  তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...' কিছুটা এমনই  ঘোরার ধরণ। অবশ্য সবসময় যে 'নিঃসঙ্গতা'র জন্যই এই সোলো ট্রিপ তা নয়। নিজের সম্পূর্ণ স্বাধীনতায় কোনও জায়গা ভ্রমণে অনেকেই একলা ভ্রমণ বেশি পছন্দ করছেন। এই প্রবণতায় অবশ্য পুরুষদের পাশপাশি মহিলারাও পিছিয়ে নেই। বর্তমানে ভারতে সোলো ট্রিপ (Solo trip in India) করেন এমন প্রায় রয়েছে ঘরে ঘরে। অনেকের ইচ্ছা কিন্তু একলা ভ্রমণ করতে গেলে বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেখানে যাবেন, সেখানে থাকার জন্য ‘হস্টেল’-এর সুবিধা আছে কি না, হোটেলে একাকী রাত্রিবাসের ছাড়পত্র মেলে কি না, আর গণ পরিবহণের অবস্থা কতটা ভাল, সর্বোপরি জায়গাটি একলা ভ্রমণের জন্য কতটা নিরাপদ। তাই আপনার যদি সোলো ট্রিপ করার থাকে তাহলে আপনার জন্য রইলো ভারতে সোলো ট্রিপের জন্য সেরা জায়গা (Best places for solo trip in India) এর খোঁজ।

কালিম্পং এর আবহাওয়া (Kalimpong weather) ও সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। পাহাড়, মেঘ, ফুল, ঝরনা, নদী যদি ভাল লাগা হয় তাহলে সোলো ট্রিপে ঘুরেই আসতে পারেন পশ্চিমবঙ্গের পাহাড়ি এই শৈল শহর থেকে। কালিম্পং জেলার আনাচ-কানাচে পাহাড়ের বুকে রয়েছে ছোট ছোট নিরিবিলি বহু গ্রাম, যেখানে গড়ে উঠেছে হোমস্টে। মনোরম কালিম্পং এর আবহাওয়া (Kalimpong weather) উপভোগ করতে করতে মেঘমুক্ত আকাশে বারান্দায় বসে কাঞ্চনজঙ্ঘা দর্শনের অনুভূতিটাই আলাদা। এছাড়া প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইলে ভিড় এড়িয়ে পাহাড়ি কোনও গ্রাম কাফেরগাঁও, রামধুরা, চারখোল, কোলাখাম এমন যে কোনও জায়গা ঘুরে নিতে পারেন। এখান থেকে সাইট সিইং-এ ঘুরে নেওয়া যায় ছাঙ্গে ফল্‌স, বিভিন্ন মনাস্ট্রি, নক দাঁড়া ভিউ পয়েন্ট-সহ বহু জায়গা। কালিম্পং-এ অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গেলে কাঞ্চনজঙ্ঘা দর্শনের সম্ভাবনা বেশি থাকে। এ ছাড়াও সারা বছর এখানে যাওয়া যায়।

উদয়পুর, রাজস্থান । Udaipur, Rajasthan :

উদয়পুরের সমুদ্র সৈকত (Udaypur Sea Beach) এর নাম সকলেই শুনেছি। তবে এখানে রয়েছে আরও অপূর্ব জায়গা। সিটি প্যালেস, পিছোলা হ্রদ, জগ মন্দির-সহ পুরনো ‘হাভেলি’ বা বাড়ি আপনার মন জয় করবেই। পাহাড় ও হ্রদের সমাহারে রাজস্থানের উদয়পুর পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। এখানে রয়েছে পিছোলা হ্রদ। রাজস্থানের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, পিছোলা হ্রদের নৌকো ভ্রমণের আনন্দ নিতে ‘সোলো ট্রিপ’-এ ঘুরে নেওয়াই যায় উদয়পুর। উদয়পুরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আদর্শ সময়। এপ্রিল থেকে জুলাই বাদ দিয়ে সারা বছরই ঘুরে নেওয়া যায়।

ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশ । McLeodganj, Himachal Pradesh :

‘সোলো ট্রিপ’এ ঘুরে নেওয়াই যায় ম্যাকলয়েড গঞ্জ। হিমাচল প্রদেশ এমনিতেই একাকী ভ্রমণার্থীদের জন্য বিশেষ পছন্দের জায়গা। এখানে হস্টেলের সুবিধা রয়েছে। পর্যটকেরা এই রাজ্যকে বেশ নিরাপদ মনে করেন। ম্যাকলয়েড গঞ্জের রূপ, এখান থেকে ট্রেক করে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবিধা, তিব্বতি সংস্কৃতিকে চেনার টানে শান্ত এই শৈলশহরে বহু পর্যটকই আসেন। পাহাড়ের সৌন্দর্য তো রয়েছেই, সঙ্গে রয়েছে দলাই লামা মন্দির, বৌদ্ধ মঠ, তিব্বতি খাবার। এখানে বেড়ানোর উপযুক্ত সময় মার্চ থেকে জুন ও সেপ্টম্বর থেকে নভেম্বর।

হৃষীকেশ, উত্তরাখণ্ড । Hrishikesh, Uttarakhand :

আধ্যাত্মিকতা থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টস, সমস্ত ভাল লাগার রসদ পাবেন  উত্তরাখণ্ডের শৈল শহর হৃষিকেশ (Hrishikesh) এ। যদি শখ থাকে রিভার র‌্যাফটিং, বাঞ্জি জাম্পিং, জায়ান্ট সুইং-সহ আরও নানা ধরনের অ্যাডভেঞ্চারের, তা হলে চোখকান বুজে হৃষীকেশ হতে আপনার গন্তব্য। এখানে সুযোগ রয়েছে ক্যাম্পিং-এরও। এ ছাড়াও ঘুরে নিতে পারেন লছমন ঝুলা, ত্রিবেনী ঘাট। সাক্ষী থাকতে পারেন গঙ্গা আরতির। এখানে বেড়ানোর উপযুক্ত সময়-সেপ্টেম্বর থেকে মার্চ। 

ভারকালা, কেরল । Varkala, Kerala :

সবুজ টিলা, হেলে পড়া নারকেল গাছ, আর নীচে নীল জলরাশি সাদা ফেনা তুলে আছড়ে পড়ছে। সমুদ্রের এমন রূপ দর্শনের ইচ্ছে হলে বেছে নিতে পারেন কেরলের ভারকালা সমুদ্রসৈকত। প্রকৃতির অনিন্দ্যসুন্দর রূপে কয়েকটা দিন একেবারে নিজের মতো কাটিয়ে দেওয়ার পাশপাশি অবশ্যই এখানকার আয়ুর্বেদিক ম্যাসাজের অভিজ্ঞতাও মনে থেকে যাবে। ভারকালার অনুপম সৌন্দর্য, এখানকার নিরিবিলি পরিচ্ছন্ন সমুদ্রসৈকতে নিজের মতো করে বিশ্রাম করার জন্য শ্রেয়। এখানে বেড়ানোর উপযুক্ত সময়-নভেম্বর থেকে মার্চ।

‘সোলো ট্রিপ’ বা একলা ভ্রমণ গত কয়েক বছরে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভাল, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় কোনও জায়গা ভ্রমণে অনেকেই একলা ভ্রমণ বেশি পছন্দ করছেন। ভারতে সোলো ট্রিপ (Solo trip in India) করেন এমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জা ভরে ভরে রয়েছে সোশ্যাল মাধ্যমে। আপনিও যদি সোলো ট্রিপে যেতে চান তবে সোলো ট্রিপে যাওয়ার আগে নিরাপত্তা, থাকা, খাওয়া নিয়ে আগের থেকেই ব্যবস্থা নিয়ে রাখবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File