Office Plants | কাজের স্ট্রেস কমাতে আজই আপনার অফিসে লাগান ইনডোর প্ল্যান্ট!

Thursday, June 1 2023, 11:29 am
highlightKey Highlights

অফিসে গাছ থাকলে তা মানসিক চাপ, টেনশন কমাতে পারে। পাশাপাশি বায়ুকে শুদ্ধ করে পরিবেশ সুস্থ্য করে তোলে।


কর্মরত ব্যক্তিদের দিনের অধিকাংশ সময়ই কাটে অফিসে (Office)। যার ফলে কম বেশি অফিসটাই হয়ে ওঠে দ্বিতীয় বাড়ি। বাড়িতে যেমন চাইলেই আরাম-আয়েশে কাটানো যায়, কিন্তু অফিসের ক্ষেত্রে তেমন নয়। বরং সেখানে প্রায় পুরোটা সময়ই নিজেকে সক্রিয় রাখতে হয়। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নামতে হয়। নানা কাজের চাপে খুব সহজেই বাড়ে স্ট্রেস (Stress)। আর এই মানসিক চাপ ধীরে ধীরে প্রভাব ফেলে শরীরেও। আপনিও যদি এরকমই পরিস্থিতির ভাগিদারী হন তাহলে আপনার বন্ধু হতে পারে গাছ।

মানসিক চাপ কমায় গাছ
মানসিক চাপ কমায় গাছ

বিশেষজ্ঞরা বলছেন, অফিসের ডেস্কে বা অফিসের মধ্যেই গাছ লাগানো থাকলে তা মানসিক চাপ ও টেনশন (Tension) কমাতে সাহায্য করে। এমনকি জাপানে ৬৩ জন কর্মীর ওপর একটি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে, যাদের অফিস ডেস্কে ইনডোর প্ল্যান্ট বসানো ছিল তাদের থেকে যাদের ডেস্কে গাছ (Office Indoor Plant) বসানো ছিলোনা তারা বেশি মানসিক চাপ আক্রান্ত।

Trending Updates
অফিসে গাছ থাকলে তা টেনশন কমাতে সাহায্য করে
অফিসে গাছ থাকলে তা টেনশন কমাতে সাহায্য করে

অফিসে ইনডোর প্ল্যান্ট কেন লাগাবেন? | Why Plant Indoor Plants In The Office?

অফিসে ইনডোর প্ল্যান্ট থাকলে তা যে কোনো কর্মক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে আসতে পারে। স্ট্রেস কমাতে, উৎপাদনশীলতা (Productivity) বাড়াতে এবং ক্ষতিকারক রাসায়নিক থেকে বাতাসকে শুদ্ধ করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ।

ইনডোর প্ল্যান্ট অফিসের পরিবেশকে সুন্দর করে তোলে
ইনডোর প্ল্যান্ট অফিসের পরিবেশকে সুন্দর করে তোলে

স্ট্রেস হ্রাস | Stress Reduction:

অফিসে গাছ লাগানো থাকলে তা মানসিক চাপ কমায়। বিশেষজ্ঞরা বলেন, আমাদের চোখের সামনে কিছু প্রাকৃতিক ভাবে সবুজ থাকলে অর্থাৎ গাছ থাকলে তা টেনশন, স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও চোখের জন্যও তা ভালো। ফলে অফিসে কাজের মধ্যেও আপনার সামনে যদি গাছ থাকে তাহলে তা আপনাকে কিছুটা মানসিক শান্তি দিতে পারে।

টেনশন, স্ট্রেস কমাতে সাহায্য করে অফিস ইনডোর প্ল্যান্ট
টেনশন, স্ট্রেস কমাতে সাহায্য করে অফিস ইনডোর প্ল্যান্ট

বায়ু বিশুদ্ধকরণ | Air Purification:

মানসিক শান্তি প্রদান করা ছাড়াও অফিসের বায়ু শুদ্ধ করতে পারে ইনডোর প্ল্যান্ট (Indoor plant)। বায়ু থেকে তাপ শোষণ করে এবং আর্দ্রতা মুক্ত করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গাছ। পাশাপাশি আরামদায়ক বাতাসের সৃষ্টি করে।

অফিসের বায়ু শুদ্ধ করতে পারে ইনডোর প্ল্যান্ট
অফিসের বায়ু শুদ্ধ করতে পারে ইনডোর প্ল্যান্ট

কম খরচে সৌন্দর্য্য বৃদ্ধি | Low-Cost Beautification:

অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেকে অফিস সাজানোর জন্য প্রচুর টাকা ব্যয় করে থাকেন। তবে খুব কম খরচেই গাছ দিয়ে সুন্দর ভাবে সাজানো যায় অফিস। কম খরচের সঙ্গে সামান্য অল্প যত্ন প্রয়োজন এই ইনডোর অফিস প্ল্যান্টগুলির।

কম খরচে অফিস সাজান গাছ দিয়ে
কম খরচে অফিস সাজান গাছ দিয়ে

উৎপাদনশীলতা বৃদ্ধি | Increased Productivity:

কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ও সক্রিয়তা থাকা খুবই জরুরি। যা অনেক সময়ই অফিসের পরিবেশের জন্য ঘাটতি পায়। এই ক্ষেত্রে প্রশংসনীয়ভাবে কাজ করে ইনডোর প্ল্যান্ট। অফিসে গাছ থাকে থাকলে তা পরিবেশকে সুন্দর করার পাশাপাশি উজ্জ্বল করে তোলে, ফলে কর্মীদের কাজ করার জন্য উৎপাদনশীলতা ও সক্রিয়তা বৃদ্ধি পায়।

উৎপাদনশীলতা ও কাজের ইচ্ছা বৃদ্ধি করে ইনডোর প্ল্যান্ট
উৎপাদনশীলতা ও কাজের ইচ্ছা বৃদ্ধি করে ইনডোর প্ল্যান্ট

অফিস ইনডোর প্ল্যান্ট | Office Indoor Plant :

১. স্পাইডার প্ল্যান্ট |  Spider plant :

স্পাইডার প্ল্যান্ট হল একটি দ্রুত বর্ধনশীল ও সহজে যত্ন নেওয়া যায় এমন উদ্ভিদ। ফলে এই স্ধরণের গাছ যা অফিসের জন্য খুব উপযুক্ত। স্পাইডার প্ল্যান্টগুলি বাতাস থেকে ফর্মালডিহাইড (Formaldehyde) অপসারণে অত্যন্ত দক্ষ। যার ফলে এই গাছ পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলার জন্য পরিচিত। স্পাইডার প্ল্যান্ট অফিসে একটি দুর্দান্ত সংযোজন এবং এয়ার ফিল্টারের (Air Filter) মতো সামগ্রিকভাবে বাতাসের গুণমান উন্নত করতে পারে। এই ধরণের গাছ গুলি হল - বৈচিত্র্যময় স্পাইডার প্ল্যান্ট (Variegated Spider Plant), বনি (Bonnie), জেব্রা প্ল্যান্ট (Zebra Plant), এয়ারপ্লেন প্ল্যান্ট (Airplane Plant), হাওয়াইয়ান স্পাইডার প্ল্যান্ট (Hawaiian Spider Plant) ইত্যাদি ।

স্পাইডার প্ল্যান্ট এমন উদ্ভিদ যা দ্রুত বর্ধনশীল ও সহজে যত্ন নেওয়া যায়
স্পাইডার প্ল্যান্ট এমন উদ্ভিদ যা দ্রুত বর্ধনশীল ও সহজে যত্ন নেওয়া যায়

২. স্নেক প্ল্যান্ট | Snake plant :

স্নেক প্ল্যান্ট, বা মাদার ইন ল'স টং (Mother in Law's Tongue), একটি শক্ত, কম রক্ষণাবেক্ষণের উদ্ভিদ যা ভিন্ন প্রকৃতির আলো এবং তাপমাত্রার পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। স্নেক প্ল্যান্টগুলি বায়ু বিশুদ্ধ করার পাশাপাশি বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে। এছাড়াও, স্নেক প্ল্যান্ট (Snake Plant) হল অফিস প্ল্যান্টগুলির মধ্যে অন্যতম, কারণ এটি কার্বন ডাই অক্সাইডকে (Carbon Dioxide) রাতারাতি অক্সিজেনে রূপান্তর করে ইনডোর সেটিংসে ভাল করে। এই ধরণের গাছ গুলি হল - আফ্রিকান বোস্ট্রিং (African Bowstring), বানানা (Banana), ব্ল্যাক কোরাল (Black Coral), ব্ল্যাক গোল্ড (Black Gold), ব্ল্যাক ষ্টার (Black Star), ক্যানালিকুলাটা (Canaliculata), ফার্নউড মিকাডো (Fernwood Mikado) ইত্যাদি।

ভিন্ন প্রকৃতির আলো এবং তাপমাত্রার পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে স্নেক প্ল্যান্ট
ভিন্ন প্রকৃতির আলো এবং তাপমাত্রার পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে স্নেক প্ল্যান্ট

৩. পিস লিলি | Peace Lily :

সহজেই যত্ন নেওয়া যায় এমন এক সুন্দর গাছ হল পিস লিলি। এই গাছ বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকর। খুব রক্ষণাবেক্ষণে বেড়ে ওঠা ছাড়াও এই গাছ খুব কম আলোতেও বেড়ে ওঠে। সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয় না। ফলে আপনার অফিসের জন্য এই ধরণের গাছ হতে পারে উপযোগী।

বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকর পিস লিলি
বাতাস থেকে বিষাক্ত পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকর পিস লিলি

৪. লাকি ব্যাম্বু | Lucky Bamboo:

বাঁশকে আমরা মজার ছলে অনেকেই খারাপ বা বিপদের প্রতীক হিসেবে বলে থাকি। তবে লাকি ব্যাম্বু কিন্তু আসলেই বদলে দিতে পারে ভাগ্য। ছোটোর মধ্যে সুন্দর এই গাছ খুব জায়গা ও যত্ন নিয়ে বেড়ে ওঠে সুন্দরভাবে। এছাড়াও অনেকে এই গাছকে শুভ বলেও মনে করেন।

খুব কম জায়গায় সুন্দরভাবে বেড়ে ওঠে লাকি ব্যাম্বু
খুব কম জায়গায় সুন্দরভাবে বেড়ে ওঠে লাকি ব্যাম্বু

৫. অ্যালোভেরা | Aloe Vera :

অ্যালো গাছগুলি আলংকারিক এবং কার্যকরী উভয়ই। অন্যান্য সুকুলেন্টের (Succulents) মতো, তাদের খুব বেশি জল বা আলোর প্রয়োজন হয় না। ফলে তাদের যত্ন নেওয়া সহজ হয়ে ওঠে।

কম আলোতে কম যত্নে বেড়ে ওঠে অ্যালোভেরা
কম আলোতে কম যত্নে বেড়ে ওঠে অ্যালোভেরা

৬. মানি প্ল্যান্ট | Money Plant :

হার্ট-আকৃতির পাতার জন্য পরিচিত মানি প্ল্যান্ট। এই গাছ বাতাসকে শুদ্ধ করে উজ্জ্বল পরিবেশের সৃষ্টি করে। অফিসকে প্রাকৃতিক ছোঁয়া দিতে ও সবুজের বৃদ্ধি করতে এই গাছ খুবই ভালো। এছাড়াও লতানো প্রকৃতির হওয়ার জন্য এই গাছ দিয়ে অফিস খুব সুন্দরভাবে সাজানো যায়।

 বাতাসকে শুদ্ধ করে উজ্জ্বল পরিবেশের সৃষ্টি করে মানি প্ল্যান্ট
বাতাসকে শুদ্ধ করে উজ্জ্বল পরিবেশের সৃষ্টি করে মানি প্ল্যান্ট



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File