গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার, ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে

Wednesday, June 22 2022, 4:14 pm
highlightKey Highlights

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে SSKM হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় কিংবদন্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারকে। করা হয়েছে কোভিড পরীক্ষাও।


সিনেপ্রেমিদের কপালে চিন্তার ভাঁজ। গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এই মুহূর্তে তিনি এসএসকেএম হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে, শ্বাসকষ্ট হওয়ার জেরে ইতিমধ্যেই কোডিভ টেস্ট করা হয়েছে বর্ষীয়ান পরিচালকের।  

পাঁচজন চিকিৎসকের একটি দল সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন ‘আলো’ খ্যাত বর্ষীয়ান পরিচালককে

জানা গিয়েছে সেপটিসেমিয়াতে আক্রান্ত তরুণ মজুমদার। রয়েছে বয়সজনিত একাধিক সমস্যা। হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না, ফুসফুসে রয়েছে সংক্রমণ। তাঁর চিকিৎসায় চারজনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল এবং ইএনটির সুদীপ দাস। গলায় সমস্যা থাকায় মেডিক্যাল বোর্ডে রয়েছেন ইএনটি-র চিকিৎসক। 

Trending Updates

মঙ্গলবার রাতে চিকিৎসকরা জানান, সংকটজনক হলেও এখনও স্থিতিশীল তরুণ মজুমদার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন নবতিপর পরিচালক। তরুণ মজুমদারের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘খবরটা শোনবার পর থেকেই চিন্তায় আছি। ওঁনার দ্রুত আরোগ্য কামনা করছি’। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File