সেলিব্রিটি

ডেস্টিনেশন ওয়েডিং বাতিল, করোনা আবহে দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন মৌনি রায়

ডেস্টিনেশন ওয়েডিং বাতিল, করোনা আবহে দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন মৌনি রায়
Key Highlights

প্রেমিক সুরজ নাম্বিয়ার এর সঙ্গে আগামী ২৭শে জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন বং ডিভা মৌনি রায়। তবে, করোনা ভাইরাসের জেরে ডেস্টিনেশন ওয়েডিং এর স্বপ্ন একেবারেই বিশবাঁও জলে। তাই অবশেষে গোয়ার সমুদ্র সৈকতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মৌনি-সুরজ।

বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী মৌনি রায়ের বিয়ে নিয়ে বি-টাউনে চলছে কানাঘুষো। অবশেষে সামনে এলো অভিনেত্রীর বিয়ের তারিখ। শোনা যাচ্ছে জানুয়ারির শেষের দিকে গোয়াতে বয়ফ্রেন্ড সুরজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী।

অবশেষে বাজল বিয়ের সানাই, সাতপাকে বাঁধা পড়ছেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়

বিয়ের মরশুম এখনও শেষ হয়নি বলিউডে। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মৌনি রায়। অন্তত বি-টাউন সূত্রে সেরকমই খবর শোনা যাচ্ছে। আগামী ২৭ শে জানুয়ারি প্রেমিক ব্যবসায়ী সূরয নাম্বিয়ারের সঙ্গে ছাদনাতলায় বসতে চলেছেন অভিনেত্রী। বিয়ের ভেন্যু সম্ভবত গোয়া। সমুদ্র সৈকতে যাবতীয় আয়োজনের মাঝে বিয়ে করবেন তিনি।

অভিনেত্রীর হবু স্বামী অবশ্য ফিল্ম দুনিয়ার লোক নন। সুরজ নাম্বিয়ার  দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার।  সুরজের সেখানে নিজস্ব ব্যাবসাও আছে। সেই কারণেই আজকাল প্রায়শই দুবাইতেই থাকেন মৌনি। বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরজের। শোনা যায়, ২০২০ সালের শুরুর দিকে প্রথম করোনা লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সময়‌ই সুরজ-মৌনীর‌ আলাপ! সেখানেই পরস্পরের প্রেমে পরেন তাঁরা। 


Uber Ola | ব্যস্ত সময়ে দ্বিগুন ভাড়া হাঁকতে পারবে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি! ছাড়পত্র দিলো পরিবহণ মন্ত্রক
Sheikh Hasina | ৬ মাসের কারাদণ্ড শেখ হাসিনার! বিচার ব্যবস্থাকে হাতিয়ার করে ‘বদলা’ ইউনুসের!
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Ahmedabad Plane Crash | আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যুক্ত হতে চায় রাষ্ট্রসংঘ, প্রস্তাব প্রত্যাখ্যান করলো ভারত!
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Ahmedabad Plane Crash Live Update | আহমেদাবাদে বিমান দুর্ঘটনার কারণ জানতে সিমুলেটেড ফ্লাইট চালালেন পাইলটরা!