শিক্ষা ব্যবস্থা

মাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক, মধ্য শিক্ষা পর্ষদের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি

মাধ্যমিকে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক, মধ্য শিক্ষা পর্ষদের তরফে  জারি করা হল বিজ্ঞপ্তি
Key Highlights

উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকের ক্ষেত্রেও টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ। শিক্ষা দফতর জারি করেছে নয়া নির্দেশিকা৷

গত ১লা ডিসেম্বর বুধবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষা দফতর । আগামী বছরে যে সকল পড়ুয়ারা মাধ্যমিক দিতে চলেছে তাদের বসতে হবে টেস্টে। এমনি নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা

মাধ্যমিকের টেস্ট হবে কি না তা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট করে জানানো না হলেও গত বুধবার সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া নির্দেশিকা অনুসারে জানা যাচ্ছে চলতি মাসের ১৩ থেকে ২৪শে ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট শেষ করে রিপোর্ট জমা দিতে হবে।

কীভাবে নেওয়া হবে পরীক্ষা? 

পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে, অতিরিক্ত বিষয়সহ পরীক্ষার্থীদের ৭টি বিষয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে । এ ছাড়াও পর্ষদের নির্দেশিকা মেনে স্কুলগুলিকে প্রশ্নপত্র তৈরি করতে হবে। পরীক্ষার ঠিক পরেই সেই প্রশ্নপত্র পাঠাতে হবে পর্ষদকে। এই পরীক্ষার খাতা নিজ স্কুলের শিক্ষকরাই দেখবেন।

করোনার তৃতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ ধারণ করার আগেই পরীক্ষা শেষ করার পরিকল্পনা

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ মাথা চাড়া দিয়ে ওঠার ইঙ্গিত মিলেছে। অতঃপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে টেস্ট নেওয়া বাধ্যতামূলক নয় বলে আগে জানানো সত্ত্বেও এবার দুই ক্ষেত্রেই টেস্ট বাধ্যতামূলক বলে জানানো হল। তাই শিক্ষা মহল মনে করছে যে, কোভিড পরিস্থিতির অবনতি হলে যদি আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাতিল করতে হয়, তখন এই পরীক্ষার ফলাফলই হতে পারে মূল্যায়নের মাপকাঠি ৷


West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Water Crisis | কমছে গঙ্গা-সহ ভূগর্ভস্থ জলস্তর! এদিকে গরমে কলকাতায় দৈনিক জলের চাহিদা বেড়েছে ৩ গুণ! জল সংকটের মুখে দেশের অধিকাংশ!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
আজকের সেরা খবর | কলকাতা মেট্রোর গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাওয়ার জন্য চালু হল নয়া সাবওয়ে প্রবেশ পথ!
গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলি কী কী ? Primary symptoms of pregnancy in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য