খেলাধুলা

পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বড় ঘোষণা করলো

পাকিস্তানের টেস্ট সিরিজ খেলার আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বড় ঘোষণা করলো
Key Highlights

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস এক মানবিক পদক্ষেপের জেরে সিরিজ শুরুর আগেই সকলের প্রশংসা আদায় করে নিল।

চলতি বছর বন্যার প্রকোপে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা  বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই টেস্ট সিরিজের নিজের ম্যাচ ফি-র পুরোটাই বন্যাত্রাণের তহবিলে দান করে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস সেই সকল এলাকা পুনর্গঠনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য পাকিস্তানের পাশে দাঁড়ালেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, জানুন কী বলছেন তিনি

স্টোকস নিজের ইনস্টাগ্রামে একথা জানিয়ে লিখেছেন, "পাকিস্তানে প্রথমবার ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে পৌঁছে ভালো লাগছে। ১৭ বছর পর টেস্ট দলের সদস্য হিসেবে পাকিস্তানে খেলতে নামার সুযোগ পেয়ে উত্তেজনাও অনুভব করছি। ক্রিকেটার ও সাপোস্ট স্টাফদের মধ্যে যে দায়বদ্ধতা দেখা যাচ্ছে সেটাও স্পেশ্যাল। চলতি বছর পাকিস্তানে বন্যার যে ধ্বংসলীলা চলেছে তা দেখে খুবই খারাপ লেগেছিল। বন্যা গোটা দেশ এবং পাকিস্তানের নাগরিকদের উপর প্রভাব ফেলে গিয়েছে। স্টোকস আরও লিখেছেন, ক্রিকেট খেলা আমার জীবনে অনেক কিছুই দিয়েছে। ক্রিকেট থেকেও দূরের কিছু বিষয়ে কিছু ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করছি।"

স্টোকসের কথায়, "আমি সিদ্ধান্ত নিয়েছি টেস্ট সিরিজ থেকে ম্যাচ ফি পাব তার পুরোটাই পাকিস্তানের বন্যাত্রাণের তহবিলে দেব। পাকিস্তানের বন্যায় যে এলাকাগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আশা করি আমার এই অনুদান সেইসব বন্যা-বিধ্বস্ত এলাকার পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে।" উল্লেখ্য যে বিগত ১৭বছর পর অর্থাৎ ২০০৫ সালের পর আবারও ইংল্যান্ড পাকিস্তানে টেস্ট সিরিজ খেলবে। আবু ধাবিতে পাকিস্তান দলের শিবিরের পর গত রবিবারই ইংল্যান্ড দল পাকিস্তানে পৌঁছেছে। ইতিমধ্যেই অনুশীলনের জন্য রাওয়ালপিণ্ডিতে নেমে পড়েছেন ইংল্যান্ডের দল।

তিন ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ। ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে পাকিস্তানের কাছে এই সিরিজটি গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের ১ তারিখ থেকে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট। ডিসেম্বরের ৯ তারিখ থেকে মুলতানে দ্বিতীয় টেস্ট। ১৭ ডিসেম্বর থেকে করাচিতে শুরু পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (সাফল্যের শতকরা হার ৭০ শতাংশ)। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (৬০ শতাংশ)। তিনে রয়েছে শ্রীলঙ্কা (৫৩.৩ শতাংশ)। ভারত রয়েছে চারে, সাফল্যের শতকরা হার ৫২.০৮ শতাংশ। ভারতের পর পাঁচে রয়েছে পাকিস্তান, বাবর আজমের দলের সাফল্যের শতকরা হার ৫১.৮৫ শতাংশ। অস্ট্রেলিয়া এখনও ফাইনালে ওঠার বিষয়ে ফেভারিট। ভারত বা পাকিস্তান পারবে কিনা তা বোঝা যাবে আগামী কয়েক মাসের মধ্যেই।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না