Bangladesh: বাড়ছে অপরাধ, ১৮-র অপরাধীকে নাবালক বলতে নারাজ মন্ত্রিসভা!

Tuesday, July 5 2022, 7:58 am
highlightKey Highlights

সময়ের সাথে পাল্লা দিয়ে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শিশুর বয়সসীমা কমানোর সুপারিশ করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, জানিয়েছেন ওই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


বাংলাদেশে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে শিশু কিশোররা। তুলনামূলকভাবে কিশোর অপরাধ বাড়ছে। নানারকম অপরাধমূলক কাজ করছে নাবালকরা। খুন করা থেকে শুরু করে মাদক পাচার ইত্যাদি নানা কাজে জড়িয়ে পড়ছে শিশু কিশোররাও। তাই বাংলাদেশে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শিশুর বয়সসীমা কমানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আইনের সংজ্ঞায় শিশুর বয়সসীমা ১৮ বছর থেকে কমানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সম্প্রতি বাংলাদেশে খুন করা হয়েছে এক শিক্ষককে। ওই শিক্ষককে খুন করার অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সী এক পড়ুয়ার বিরুদ্ধে। তারপরেই ওই আইন এবং আইনের সংজ্ঞায় শিশুর বয়স পরিবর্তন করার দাবি উঠেছে। কারণ, ওই ছাত্র ‘শিশু’ হওয়ার কারণে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

Sheikh Hasina Wazed, Prime Minister of Bangladesh
Sheikh Hasina Wazed, Prime Minister of Bangladesh
Trending Updates

বৈঠকে আমরা শিশু আইন সংশোধন করার সুপারিশ করেছি। আমার ব্যক্তিগত অভিমত শিশুদের বয়স ১৪ বছর পর্যন্ত করা। তবে বৈঠকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে ওই বয়স ১৮ বছর থেকে কমানো হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

এই নিয়ে একটি বৈঠক হয় রবিবার। বৈঠকে ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীও।ওই বৈঠকেই এই সুপারিশ করা হয়েছে বলে জানান ওই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, “ আইনে আগে ১৪ বছর পর্যন্ত বয়সীদের শিশু হিসেবে ধরা হত। কিন্তু বর্তমানে এটা আন্তর্জাতিক আইনের সঙ্গে সমন্বয় করে ১৮ বছর করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গতি রাখতে চাইছি আমরা। বাংলাদেশের বাস্তবতার নিরিখে এই পরিবর্তন নিয়ে আসা দরকার। এই বয়সটা ১৮ বছরের নিচে আনা প্রয়োজন বলে বৈঠকে সুপারিশ করা হয়েছে।” তিনি জানান, এই নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি ১৪ বছরের একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। ওই ছাত্র শিশু হওয়ায় তাকে আইনের আওতায় আনতে সমস্যা হচ্ছে। এই জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে। দেশের প্রেক্ষাপটে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের আইনে কী আছে সেই সব বিষয় বিবেচনা করতে। এই জন্য আইনের পরিবর্তন আনায় কাজ করতেও বলা হয়েছে।

আ ক ম মোজাম্মেল হক




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File