Ram Mandir | অযোধ্যা ছাড়াও দেশের নানান প্রান্তে রয়েছে রামমন্দির! জানুন সেই মন্দির সম্পর্কে! সঙ্গে জানুন কোথায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির?
২২সে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মেতে উঠেছে গোটা দেশ। তবে অযোধ্যা বাদেও দেশের নানান জায়গায় রয়েছে রামলালার মন্দির। দেখুন ভারতের কোথায় কোথায় অবস্থিত রামমন্দির।
২২সে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধন। রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে উচ্ছসিত গোটা দেশ। ইতিমধ্যেই এই উপলক্ষ্যে রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ram Mandir Opening Date) অর্থাৎ ২২সে জানুয়ারি কেন্দ্রীয় কর্মসংস্থানগুলিতে অর্ধ দিবসের ঘোষণা করেছেন কেন্দ্র। উল্লেক্ষ্য, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ayodhya Ram Mandir opening date) ২২ সে জানুয়ারির আগেই অযোধ্যায় সাজসাজ রব। তবে বলা বাহুল্য ভারতে কেবল অযোধ্যাতেই নয়, দেশের নানান কোণায় রয়েছে রামলালার মন্দির। সেই মন্দিরগুলিও অযোধ্যা রাম মন্দিরের তুলনায় কিছু কম নয়। দেখে নিন ভারতের বিখ্যাত রামমন্দিরগুলি কোথায় কোথায় অবস্থিত।
অযোধ্যা রাম মন্দির, উত্তরপ্রদেশ । Ayodhya Ram Temple, Uttar Pradesh :
অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ayodhya Ram Mandir opening date) ২২সে জানুয়ারি। ইতিমধ্যেই বেশ কিছু মাস ধরে রামমন্দির উদ্বোধন নিয়ে উচ্ছসিত গোটা দেশ। অযোধ্যায় নানারকমের অনুষ্ঠান হচ্ছে। আশা করা হচ্ছে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করবে ভগবান রামের জন্মস্থান অযোধ্যার রাম মন্দির। ২০২০ সালের ৫ই অগাস্ট একটি জমকালো অনুষ্ঠান দ্বারা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
রামস্বামী মন্দির, তামিলনাড়ু । Ramaswamy Temple, Tamil Nadu :
দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে রয়েছে রামস্বামী মন্দির। এই মন্দিরকে দক্ষিণের অযোধ্যাও বলা হয়। এই মন্দিরের মধ্যে চমৎকার খোদাই করে রামায়ণের উল্লেখযোগ্য ঘটনাগুলিকে চিত্রিত করা আছে। রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তির পাশাপাশি, মন্দির চত্বরে আরও তিনটি অতিরিক্ত মন্দির রয়েছে, যা ভক্তদের আরও আকর্ষণ করে। এই মন্দিরের শ্রীরামের মূর্তি প্রথম পুজো করতেন শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণের স্বর্ণগরাণের পর মূর্তিটি সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। পরে কয়েকজন জেলে কেরালার সমুদ্র থেকে প্রতিমা উদ্ধার করেন এবং স্থানীয় শাসক ভাক্কাইল কাইমল ত্রিপ্রয়ারে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং মূর্তিটি স্থাপন করেছিলেন।
রাম রাজা মন্দির, মধ্যপ্রদেশ । Ram Raja Temple, Madhya Pradesh :
মধ্যপ্রদেশের ওরছায় বেতওয়া নদীর তীরে অবস্থিত রাম রাজা মন্দিরের একটি কাহিনী রয়েছে। মধ্যপ্রদেশের অরখার রাম রাজা মন্দিরটি নির্মিত। সপ্তদশ শতাব্দীতে এটি প্রাসাদ থেকে মন্দিরে পরিবর্তন করা হয়। এই মন্দিরটিতে বিস্ময়কর রাজপুত স্থাপত্য এবং রামায়ণের দৃশ্য চিত্রিত করা রয়েছে। এখানে শ্রীরামকে প্রাসাদের রাজা হিসাবে পুজো করা হয়। শুধু তাই নয়, প্রতিদিন এখানে রাজকীয় আচার-অনুষ্ঠান পালন হয়। এই মন্দিরে ভগবান রামের প্রতিমা পদ্মসনে বসে তলোয়ার ও ঢাল নিয়ে বিরাজমান রয়েছেন। বলা হয়, ওর্ছার রানী রাম ভক্ত ছিলেন। তিনি রামলালাকে বালক রূপে ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
জম্মুর রঘুনাথ মন্দির । Raghunath Temple Jammu :
জম্মুর রঘুনাথ মন্দির (Raghunath Temple Jammu) অযোধ্যার মন্দিরের প্রতিরূপ। ১৯ শতকে এই মন্দিরটি মহারাজা গুলাব সিং দ্বারা নির্মিত। মন্দিরের বেলেপাথরের ভাস্কর্য এবং সোনার প্রলেপযুক্ত গম্বুজ আছে। যা প্রতি বছর হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে। বিভিন্ন দেবদেবীর উদ্দেশে নিবেদিত সাতটি অতিরিক্ত মন্দিরের পরিপূরক। এই মন্দিরটি মুঘল প্রভাবের একটি ইঙ্গিত বহন করে, যা ভারতের সংস্কৃতির ঐতিহাসিক আন্তঃক্রিয়ার একটি প্রমাণ।
ত্রিপ্রয়ার শ্রী রাম মন্দির, কেরালা । Sri Ram Temple in Triprayar, Kerala :
কেরালার ত্রিশূর জেলায় ত্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরটি অবস্থিত। বলা হয়ক, এই মন্দিরের শ্রীরামের মূর্তি প্রথম পুজো করেন শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণের স্বর্ণগরাণের পর মূর্তিটি সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। পরে কয়েকজন জেলে কেরালার সমুদ্র থেকে প্রতিমা উদ্ধার করেন এবং স্থানীয় শাসক ভাক্কাইল কাইমল ত্রিপ্রয়ারে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং মূর্তিটি স্থাপন করেন। আকর্ষণীয় ভাস্কর্য এবং কাঠের খোদাই দ্বারা সজ্জিত এই মন্দিরটি তার আধ্যাত্মিক তাত্পর্যের জন্য বিখ্যাত। একাদশী উত্সবটি জাঁকজমকের সাথে উদযাপন করতে বিশ্বজুড়ে ভক্তদের সমাগম হয় এখানে।
সীতা রামচন্দ্রস্বামী মন্দির, তেলেঙ্গানা । Sita Ramachandra Swamy Temple, Telangana:
তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুডেম জেলার ভদ্রাচলমে অবস্থিত সীতা রামচন্দ্রস্বামী মন্দির। রাম নবমী উদযাপন, ভগবান রাম এবং সীতার বিবাহ বার্ষিকীতে গোটা দেশ থেকে প্রচুর সংখ্যক ভক্ত ভিড় করেন এই মন্দিরে। এই মন্দিরটি গোদাবরী নদীর কাছে অবস্থিত। বিশ্বাস করা হয় যে, ভগবান রাম সীতাকে উদ্ধার করার জন্য তার যাত্রার সময় এই নদী ও স্থান পার করেছিলেন।
রাম তীরথ মন্দির - অমৃতসর, পঞ্জাব । Ram Tirath Temple - Amritsar, Punjab :
পঞ্জাবের অমৃতসরে অবস্থিত রাম তীরথ মন্দির (Ram Tirath Temple)। এখানে ভগবান রাম ও সীতার পুত্র লব ও কুশ-এর জন্মের স্মৃতি জড়িয়ে আছে বলে মনে করা হয়। এই মন্দিরটিতে একটি প্রাচীন কূপ আছে। কথিত আছে যে, এই কূপে থাকা জলের নাকি রোগ নিরাময়ের ক্ষমতা আছে। ছকারাও মনে করা হয়, এই মন্দিরে ঋষি বাল্মীকি শ্রীলঙ্কায় বিজয়ের পর সীতাকে আশ্রয় দিয়েছিলেন।
প্রসঙ্গত, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও তৈরী হবে রামমন্দির। তাও আবার বিশ্বের বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির! এই রামমন্দির অস্ট্রেলিয়ার পার্থ শহরে তৈরি হবে। অস্ট্রেলিয়ায় এই রাম মন্দির তৈরি করবে শ্রীরাম বৈদিক ও সাংস্কৃতিক ট্রাস্ট।অস্ট্রেলিয়ার পার্থ শহরের ১৫০ একর জমিতে ৬০০ কোটি টাকা ব্যয় করে এই রাম মন্দির তৈরি করা হবে। যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির।জানা গিয়েছে এই মন্দিরের উচ্চতা হবে প্রায় ৭২১ ফুট। বিশাল মন্দির প্রাঙ্গনও সেজে উঠবে একেবারে অন্যরকম ভাবে। মন্দির চত্বরে হনুমান ভাটিকা, সীতা ভাটিকা, জটায়ু বাগ, শবরী ভান, জাময়ন্ত সদন, নাল নীল টেকনিক্যাল এবং গুরু বশিষ্ঠ নলেজ সেন্টার থাকবে। মন্দির কমপ্লেক্সে ৫৫ একর জমির ওপর তৈরি হবে সনাতন বৈদিক বিশ্ববিদ্যালয়। হনুমান ভাটিকায় ১০৮ ফুট উঁচু হনুমানজির মূর্তি স্থাপন করা হবে। শিব সপ্ত সাগর নামে একটি পুকুর খনন করা হবে। ওই পুকুরের মধ্যে ভগবান শিবের ৫১ ফুটের একটি মূর্তি থাকবে।
অন্যদিকে, ২২সে জানুয়ারি, রাম মন্দির উদ্বোধনের তারিখ (Ram Mandir Opening Date) এর অপেক্ষায় গোটা দেশ। ওই দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। পাশাপাশি, এর আগেই স্কুল-কলেজ ছুটির ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। ওইদিন উত্তরপ্রদেশ–সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মদ কেনা–বেচাতেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। যোগী সরকার সেদিন রাজ্যে মাছ, মাংস ও মদে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। দেশ–বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল–সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- মন্দির
- ভ্রমণ
Contents ( Show )
- অযোধ্যা রাম মন্দির, উত্তরপ্রদেশ । Ayodhya Ram Temple, Uttar Pradesh :
- রামস্বামী মন্দির, তামিলনাড়ু । Ramaswamy Temple, Tamil Nadu :
- রাম রাজা মন্দির, মধ্যপ্রদেশ । Ram Raja Temple, Madhya Pradesh :
- জম্মুর রঘুনাথ মন্দির । Raghunath Temple Jammu :
- ত্রিপ্রয়ার শ্রী রাম মন্দির, কেরালা । Sri Ram Temple in Triprayar, Kerala :
- সীতা রামচন্দ্রস্বামী মন্দির, তেলেঙ্গানা । Sita Ramachandra Swamy Temple, Telangana:
- রাম তীরথ মন্দির - অমৃতসর, পঞ্জাব । Ram Tirath Temple - Amritsar, Punjab :
- পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File