দেশ

উত্তরকাশীতে ভয়াবহ তুষারধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ

উত্তরকাশীতে ভয়াবহ তুষারধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ
Key Highlights

উত্তরকাশীতে ঘটে যাওয়া ভয়াবহ তুষারধসের রেষ এখনও রয়ে গিয়েছে। প্রায় ৭২ ঘন্টা হয়েগিয়েছে এখনও জারি রয়েছে উদ্ধারকার্য।

গত বৃহস্পতিবার রাতে ফের তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে উত্তরকাশী থেকে। মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখনও বেশ কয়েকজনের নিখোঁজ রয়েছেন। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এর তরফ থেকে জানানো হয়েছে তারা এখনও উদ্ধার কার্য জারি রেখেছে।

ভয়াবহ তুষারধসে মৃতদেহ উদ্ধার হয়েছে ১৯ জনের, নিখোঁজ রয়েছেন আরও ১০

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। সেই সময় পর্বতারোহীরা উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে দ্রৌপদী-কা-দণ্ড পিক-২-এ পর্বোতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে প্রায় ৩৮ জন শিক্ষার্থীরা সেই সময় সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ চলাকালীন আকস্মিক সেখানে তুষার ধস নামে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ শুরু হওয়া এই তুষার ধসের কবলে পড়েন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শিবিরগুলি মুহুর্তে তছনচ হয়ে যায়। ঘটনার দিনই মৃত্যু হয় ১০ জনের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এরপর একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে। বর্তমানে ১৯টি মৃতদেহ উদ্ধার হলেও সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ এখনও অন্তত ১০ জনের নিখোঁজ রয়েছেন।

এই সম্পূর্ণ উদ্ধারকাজের তদারকি করছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন, "এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও এখনইও উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, NDRF, SDRF, ITBP, Indian Army এবং স্থানীয় জেলা প্রশাসন একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গোটা পরিস্থিতি আমি নিজে খতিয়ে দেখছি। তবে সময় ক্রমশ অতিক্রান্ত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খোঁজ না পাওয়াতে উদ্বেগ বাড়ছে ওই নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলির মধ্যে।"


SSC | ২০১৬ প্যানেলের মেয়াদ শেষে নিয়োগ কাদের? তালিকা চাইলো হাইকোর্ট! চাওয়া হলো OMRও!
SSC | 'পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা কেন?' সুপ্রিম শুনানিতে কার্যত বেকায়দায় রাজ্য!
Kunal Kamra | ‘RSS’-কে অপমান? শার্ট পরে বিতর্কে কৌতুকাভিনেতা কুণাল কামরা, পুলিশি পদক্ষেপের হুমকি বিজেপির
Smriti Mandhana | বাবার অসুস্থতায় স্থগিত বিয়ে, এরই মধ্যে পলাশকে নিয়ে বড় সিদ্ধান্ত স্মৃতির!
Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Rafale Losses | ‘মাত্রাতিরিক্ত ভুল তথ্য’- ভারত-পাক সংঘর্ষ নিয়ে পাকিস্তানকে তুলোধোনা ফরাসি নৌসেনার
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে