দেশ

উত্তরকাশীতে ভয়াবহ তুষারধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ

উত্তরকাশীতে ভয়াবহ তুষারধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ
Key Highlights

উত্তরকাশীতে ঘটে যাওয়া ভয়াবহ তুষারধসের রেষ এখনও রয়ে গিয়েছে। প্রায় ৭২ ঘন্টা হয়েগিয়েছে এখনও জারি রয়েছে উদ্ধারকার্য।

গত বৃহস্পতিবার রাতে ফের তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে উত্তরকাশী থেকে। মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখনও বেশ কয়েকজনের নিখোঁজ রয়েছেন। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এর তরফ থেকে জানানো হয়েছে তারা এখনও উদ্ধার কার্য জারি রেখেছে।

ভয়াবহ তুষারধসে মৃতদেহ উদ্ধার হয়েছে ১৯ জনের, নিখোঁজ রয়েছেন আরও ১০

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। সেই সময় পর্বতারোহীরা উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ে দ্রৌপদী-কা-দণ্ড পিক-২-এ পর্বোতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে প্রায় ৩৮ জন শিক্ষার্থীরা সেই সময় সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ চলাকালীন আকস্মিক সেখানে তুষার ধস নামে। সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ শুরু হওয়া এই তুষার ধসের কবলে পড়েন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শিবিরগুলি মুহুর্তে তছনচ হয়ে যায়। ঘটনার দিনই মৃত্যু হয় ১০ জনের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এরপর একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে। বর্তমানে ১৯টি মৃতদেহ উদ্ধার হলেও সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ এখনও অন্তত ১০ জনের নিখোঁজ রয়েছেন।

এই সম্পূর্ণ উদ্ধারকাজের তদারকি করছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী জানিয়েছেন, "এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও এখনইও উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, NDRF, SDRF, ITBP, Indian Army এবং স্থানীয় জেলা প্রশাসন একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গোটা পরিস্থিতি আমি নিজে খতিয়ে দেখছি। তবে সময় ক্রমশ অতিক্রান্ত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের খোঁজ না পাওয়াতে উদ্বেগ বাড়ছে ওই নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলির মধ্যে।"


World Para Athletics | বিশ্ব প্যারা অ্যাথলেটিকসে রেকর্ড গড়লো ভারত! শেষ দিনেও এলো রূপো!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Breaking News | ভররাতে সিলিন্ডার বোঝাই ট্রাকে একাধিক বিস্ফোরণ, আগুনে ঝলসে গেলো ৭টি গাড়ি
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo