খেলাধুলা

WTC Final 2023 | ফের অধরা খেতাব! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে পরাজিত ভারত!

WTC Final 2023 | ফের অধরা খেতাব! টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে পরাজিত ভারত!
Key Highlights

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনালে ২০৯ রানে ভারতকে পরাজিত করলো অস্ট্রেলিয়া।

এই বছরও ভারতের অধরা থেকে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) খেতাব জয়ের স্বপ্ন। ২০৯ রানের বিরাট ব্যবধানে অস্ট্রেলিয়ার (Australia) কাছে পরাজিত হলো ভারতীয় দল। ২৩৪ রান করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ (World Test Championship 2023) এর ফাইনালে ইনিংস (Final Innings) শেষ হয় ভারতের।

এদিনের খেলায় শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি (Virat Kohli) পঞ্চম স্ট্যাম্পের বলেই আউট হয়ে যান। চতুর্থ দিনের শেষে কোহলি ও অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) পার্টনারশিপের ওপর নির্ভর করে ম্যাচে কিছুটা আশার আলো দেখেছিল ভারতীয় দল। দিনের শেষে ইন্ডিয়ান টিমের স্কোর ছিল তিন উইকেটে ১৬৪ রান। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেতাব জেতার জন্য পঞ্চম দিনের ৯৭ ওভারে আরও ২৮০ রান তুলতে হতো রোহিতের (Rohit) দলকে।

চতুর্থ দিনের খেলার শেষে মোহাম্মদ সামি (Mohammad Sami) আত্মবিশ্বাসী হয়ে বলেছিলেন, ৪৪৪ রান করে ঐতিহাসিক ম্যাচ জিতবে ভারতীয় দল। তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো ভারতীয় দলের জন্য। কোহলির আউট হওয়ার পর ওই ওভারেই দুই বলার পর শূন্য রানে ফিরতে হয় রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। ফলে ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ হয়ে ওঠে কঠিন।

উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ জিতে নতুন ইতিহাস রচনা করলো অস্ট্রেলিয়া। বিশ্বের প্রথম দল হিসেবে টি - টোয়েন্টি (T20) ও ৫০ ওভারের বিশ্বকাপ (50 Overs World Cup), চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy), বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সবকটি খেতাবই জিতে নিলেন অজিরা (Ajira)। অন্যদিকে তীরে এসে তরী ডুবল ভারতীয় দলের।


DRDO | জলের গভীরে নিঃশব্দে শত্রুনিধন! AUV এর সফল পরীক্ষা করল DRDO
Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের