দেশ

Assembly Elections 2023 | পরের মাসেই দেশের ৫ রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন! পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন!

Assembly Elections 2023 | পরের মাসেই দেশের ৫ রাজ্যে হতে পারে বিধানসভা নির্বাচন! পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশন!
Key Highlights

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামেও বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। শীঘ্রই ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী।

লোকসভা নির্বাচনের (Lok Sabha elections) আগেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023) এর ঘোষণা। সূত্রের খবর, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামেও বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। এই হাইভোল্টেজ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ (Assembly Elections 2023) নিয়ে আজ, ৬ই অক্টোবর, শুক্রবার পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও বসতে চলেছে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission) সূত্রে খবর, নভেম্বর-ডিসেম্বর  মাসের মধ্যেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election b) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মূলত নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ শুরু হবে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। তবে পাঁচ রাজ্যের ভোটপর্ব মিটতে মিটতে ডিসেম্বর। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হতে পারে বছরের একদম শেষ মাসে। যদিও এখনও বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী (Assembly Elections 2023 Schedule) সম্পর্কে খোলাসা করে কিছু জানানো হয়নি।

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন ২০২৩ (Telangana Assembly Election 2023) ও রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) সহ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরামে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজনৈতিক মহলের মতে এই বৈঠককে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখা যেতে পারে। এই ৫টি রাজ্যে নির্বাচন কীভাবে পরিচালনা করা যায় সে সংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। সূত্রের খবর, একাধিক দফায় রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানায় এবং ছোট রাজ্যগুলির ক্ষেত্রে এক দফাতেও ভোট হতে পারে বলে জল্পনা। 

এই পাঁচ রাজ্যের মধ্যে দু'টি কংগ্রেস শাসিত, আর দু'টিতে বিজেপি (BJP) এবং এনডিএ (NDA) শাসিত। একটিতে ক্ষমতায় রয়েছে কেসিআর (KCR)-এর। এই রাজ্যগুলিতে মোট ৮৩টি লোকসভা আসন রয়েছে। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী,  রাজস্থান বিধানসভা নির্বাচন ২০২৩ (Rajasthan Assembly Election 2023) এ মোট ২৫টি আসনের মধ্যে ২০ থেকে ২২টি আসন পেতে পারে দলটি। কংগ্রেস ৩ থেকে ৫টি পেতে পারে। অন্যরা পেতে পারে ১ থেকে ২টি আসন। ছত্তিশগড়ে ১১টি লোকসভা আসন রয়েছে। সর্বশেষ সমীক্ষা অনুসারে ছত্তিশগড়ে বিজেপি জোট ৬ থেকে ৮টি আসন জিততে পারে বলে আশা। অন্যদিকে, তেলঙ্গানায় সমীক্ষা অনুযায়ী বিআরএস মোট ১৭টি আসনের মধ্যে ৯টি আসন জিতবে বলে আশা করা হচ্ছে। এনডিএ পেতে পারে ৬টি আসন। অন্যদিকে 'ইন্ডিয়া' জোট ২টি আসন পেতে পারে। এদিকে, মিজো ন্যাশনাল ফ্রন্ট মাত্র একটি আসন জিততে পারে মিজোরামে।

রাজনৈতিক কারবারিদের একাংশ মনে করছেন, লোকসভা নির্বাচনের উপর এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল কোনও প্রভাব ফেলবে না। আবার অন্যদিকে, আর এক রাজনীতি বিশেষজ্ঞদের মতে, রাজস্থান, মধ্য প্রদেশ, তেলঙ্গানার মতো হাইভোল্টেজ নির্বাচন কার্যত রিহার্সাল হিসেবেই দেখা হচ্ছে। উল্লেখ্য, নির্বাচন কমিশন এই পাঁচটি রাজ্যই পরিদর্শন করেছে। তেলেঙ্গানা রাজ্যের সফরও শেষ হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ৫ই অক্টোবর। পর্যবেক্ষকদের সঙ্গে  নির্বাচন কমিশনের এই বৈঠকের পর যে কোনো সময় এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৩ সময়সূচী (Assembly Elections 2023 Schedule) ঘোষণা করা হতে পারে। ভোট ঘোষণা থেকে মোটামোটি ৩০ থেকে ৪৫ দিন পর্যন্ত নির্বাচনী প্রচারের সময় দেওয়া হয়।


Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
আজকের সেরা খবর | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ! কোভিডের সব টিকা পর্যালোচনা করার আর্জি!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য