প্রস্তুতি শেষ! বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান
সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে তার অভিনয় জগতে আগমনের খবরটি জানিয়েছেন
বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র কন্যারা একে একে পা রাখতে চলেছে বি টাউনে। জানা গিয়েছিল যে, জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিজ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে কিং খান কন্যা সুহানার, আর এবার বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে আরিয়ান খানের। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে সুখবরটা জানিয়েছেন আরিয়ান।
শাহরুখ পুত্র আরিয়ান খানের বলিউড ডেবিউ
এদিন আরিয়ান খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে তাঁর বলিউড জার্নি শুরু হওয়ার সুখবরটা জানিয়েছেন। তবে, এখানে গল্পটা একটু আলাদা। শাহরুখ খান অভিনেতা হিসেবে দর্শকদের মাতিয়ে চলেছেন। তাঁর কন্যা সুহানাও অভিনেত্রী হিসেবেই বলিউডে পা রাখতে চলেছেন। কিন্তু আরিয়ানকে ক্যামেরার সামনে দেখা যাবে না। দেখা যাবে ক্যামেরার পিছনে। অভিনেতা নয়। পরিচালক হিসেবে বলিউডে রাখতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই তিনি ছবি লিখে ফেলেছেন। এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষা। বাবার রেড চিলিজ প্রোডাকশন থেকেই আসতে চলেছে আরিয়ানের প্রথম ছবি। আরিয়ান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুখবরটা শেয়ার করার পরই সেখানে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কমেন্ট করেছেন শাহরুখ এবং গৌরীও। সকলেই যে তাঁর প্রথম ছবি দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন, তা তাঁদের কমেন্টেই টের পাওয়া যাচ্ছে।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- শাহরুখ খান
- আরিয়ান খান
- বলিউডে আগমন