আন্তর্জাতিক

ফের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রয়েছে নমো-হাসিনা বৈঠকের সম্ভাবনাও

ফের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রয়েছে নমো-হাসিনা বৈঠকের সম্ভাবনাও
Key Highlights

ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজমেঢ় শরিফে যাওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকে করত পারেন তিনি।

আগামী সেপ্টেম্বর মাসেই ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, তিনি আগেও ভারত সফরে এসে আজমেঢ় শরিফ গিয়ে থাকলেও এবার চারদিনের ভারত সফরে এসে তিনি ফের আজমেঢ় শরিফ যেতে পারেন।

২০১৯ সালের অক্টোবর মাসে ৪ দিনের ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত - বাংলাদেশের মধ্যে গোলাপী বলের টেস্ট ক্রিকেট ম্যাচ দেখার জন্য দিল্লি এসেছিলেন তিনি। মাঝে গোটা বিশ্ব মারণ করোনা ভাইরাসের সাথে প্রাণপণ যুদ্ধ করেছে। তার প্রায় তিন বছর পর ফের ভারতে আসছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনাও আছে হাসিনার। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সময় মোদী ও হাসিনার সাক্ষাৎ হয়েছিল।

পাশাপাশি সেপ্টেম্বর মাসেই রাষ্ট্রসংঘের অধিবেশন। তার আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে আসছেন শেখ হাসিনা। এই সফরের প্রধানমন্ত্রী এবং অন্যদের সঙ্গে আলোচনার মধ্যেই সময় বার করে আজমেঢ়় শরিফ সফর করতে পারেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালেও ভারত সফরে এসে আজমেঢ়় শরিফে গিয়েছিলেন শেখ হাসিনা। চলতি বছরের জুন মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। সেই সময়েও তাঁর সঙ্গে শেখ হাসিনার ভারত সফর নিয়ে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।

উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগযোগ এবং বাণিজ্য বাড়াতে চাইছে দুই দেশই। ১৯৬৫-এর আগের রেল সংযোগ এবং অন্যান্য সংযোগ পুনরুদ্ধার করতে আগ্রহী তারা। এই নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনা করতে পারেন বলেও জানা গিয়েছে। গত বছর মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়, দুই দেশের প্রধানমন্ত্রী চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগের মাধ্যমে ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটে তৃতীয় যাত্রীবাহী ট্রেন 'মিতালি এক্সপ্রেস' উদ্বোধন করেন। চলতি বছর ওই ট্রেন চলাচল শুরু হয়েছে।


Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali