দেশ

Third-degree torture: ১০ জন পুরুষের দাঁত ও অন্ডকোষ উপরে নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক IPS অফিসার

Third-degree torture: ১০ জন পুরুষের দাঁত ও অন্ডকোষ উপরে নেওয়ার অভিযোগে অভিযুক্ত এক IPS অফিসার
Key Highlights

পুলিশ হেফাজতে থাকাকালীন অভিযুক্তদের অণ্ডকোষ থেঁতলে দেওয়া, দাঁত উপড়ে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠছিল এক আইপিএস অফিসারের বিরুদ্ধে; অবশেষে সাসপেন্ড করা হল তাকে।

তিরুনেলভেলি জেলার আম্বাসামুদ্রম পুলিশ সাব-ডিভিশনে কর্মরত, গ্রেপ্তার হওয়া ছয়জন পুরুষের অণ্ডকোষ পিষে এবং একটি কাটিং প্লায়ার দিয়ে তাদের দাঁত বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, বলভীর সিং একজন ২০২০ ব্যাচের আইপিএস অফিসার। এনডিটিভি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জন, পাঁচ দোকানদার এবং একজন অটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। সাব-কালেক্টর/সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৷

এখন জামিনে বেরিয়ে, ছয়জন লোক বলেছে যে সিং তাদের নির্যাতন করার আগে বেসামরিক পোশাক পরেছিলেন। তারা আরও প্রকাশ করেছে যে ঐ পুলিশ অফিসার "থার্ড-ডিগ্রি নির্যাতন" পরিচালনা করার সময় অন্য দুই পুলিশ তাদের হাত ধরেছিল।

গত সোমবারই তামিলনাড়ুর অম্বাসমুদ্রমের পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারিটেন্ডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘোষণা করলেন বরখাস্ত করে দেওয়া হয়েছে বিতর্কিত এএসপি বলবীর সিংকে। তাঁর বিরুদ্ধে রয়েছে জেরার সময় অভিযুক্তদের উপরে নারকীয় অত্যাচারের মতো গুরুতর অভিযোগ।