Akshaya Tritiya 2022: আসছে অক্ষয় তৃতীয়া, জেনে নিন নির্ঘণ্ট এবং কি করণীয়

Monday, May 2 2022, 7:41 am
highlightKey Highlights

অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, চিরস্থায়ী। হিন্দু বিশ্বাস অক্ষয় তৃতীয়া তিথিতে কোন শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়।


আগামী ৩রা মে অক্ষয় তৃর্তীয়া পালিত হতে চলেছে। হিন্দুদের মধ্যে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া-র এই শুভ দিনে সাধারণত উপনয়ন এবং গৃহপ্রবেশ ছাড়া যেকোনও শুভ কাজ করা যায়। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। 

হিন্দু পুরান মতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে ত্রেতা যুগের সূচনা হয়। কথিত আছে, এই দিন মহাদিদেব কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে তাঁকে অতুল সম্পদ প্রদশন করেছিলেন। পাশাপাশি এই দিনই ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ এই দিনেই মহাভারত রচনার কাজে হাত দিয়েছিলেন। 

অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। পয়লা বৈশাখের মতো অনেক দোকানে অক্ষয় তৃতীয়া থেকেও হালখাতা শুরু করা হয়। অনেক বাড়িতেও অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী পুজো করা হয়। বিভিন্ন মন্দিরেও পুজো দেন অনেকে। বিশেষ করে কেনাকাটা করার জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ দিন। অনেকে এদিন সোনা কিনে থাকেন। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে সৌভাগ্য অক্ষয় হয় বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়া ২০২২-র দিনক্ষণ:

  • আগামী ৩রা মে, বাংলায় ১৯ বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে।
  • ২রা মে রাত ৩টে ১৭ মিনিট থেকে ৩রা মে ভোর ৫টা ২৫ মিনিট পর্যন্ত তৃতীয়া তিথি থাকবে।
  • পঞ্জিকা অনুসারে এই বছর অক্ষয় তৃতীয়ার শুভ যোগ থাকছে --- দিবা ঘ ৭।৩৭ গতে ১০। ১৪ মধ্যে ও ১২।৫১ গতে ২।৩৬ মধ্যে ও ৩।২৯ গতে ৫।১৩ মধ্যে এবং রাত্রি ঘ ৬।৪৯ মধ্যে ও ৯।০ গতে ১১।১১ মধ্যে ও ১।২২ গতে ২।৪৯ মধ্যে।



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File