সেলিব্রিটি

দীর্ঘদিনের লড়াই শেষ, মাত্র ২৪ বছর বয়সেই জীবনযুদ্ধে হার মানতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে

দীর্ঘদিনের লড়াই শেষ, মাত্র ২৪ বছর বয়সেই জীবনযুদ্ধে হার মানতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে
Key Highlights

দুবার মারণ রোগ ক্যান্সারকে জয় করতে পারলেও দীর্ঘ লড়াই শেষে জীবনযুদ্ধে পরাজয় স্বীকার করতে হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। হৃদরোগে মৃত্যু হল অভিনেত্রীর।

গত ১লা নভেম্বর থেকে হাওড়ার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। দীর্ঘ ২০দিন যাবত মৃত্যুর সাথে লড়াই করে চলেছিলেন দুবার ক্যান্সার জয়ী এই সাহসী অভিনেত্রী। অবশেষে রবিবার থেমে গেল সেই জীবনযুদ্ধ। 

মৃত্যুকে হারিয়ে জীবনের মূল স্রোতে ফিরে এসেও শেষরক্ষা হল না! প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা


মারণরোগকে হারিয়ে জীবনের ছন্দে ফিরেছিলেন কিন্ত শেষে হার মানতে হল ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কাছে। ২০ দিনের লড়াই শেষ ঐন্দ্রিলা শর্মার। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁর পরিবার ও অনুরাগীদের মনে ক্ষীণ আশা জন্মেছিল যে ঠিক হয়ত মৃত্যুকে হারিয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা। কিন্তু তা আর হল না। হাসপাতাল সূত্রে খবর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। গত শনিবার রাতে তাঁর পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয়েছিল। তবু মিরাক্যালের অপেক্ষায় ছিলেন অভিনেত্রীর শুভাকাঙ্খীরা। তবে শেষ রক্ষা হল না। সঙ্গী সব্যসাচীর ভালোবাসাকে আঁকড়ে ধরেই বারবার জীবনের গান গেয়েছিলেন তিনি।

গত ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে ২০১৬ সালে সেই ক্যান্সারকে জয় করেছিলেন ঐন্দ্রিলা। ফের ২০২১ সালে তাঁর শরীরে হানা দেয় ক্যান্সার। তবু সমস্ত যন্ত্রণা, সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে বারবার কামব্যাক করতে চেয়েছিলেন ঐন্দ্রিলা। চলতি মাসের ৪ তারিখে ব্রেনস্ট্রোক হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় তাঁর। সব লড়াই শেষে আজ দুপুরে চির উজ্জ্বল হলেন অভিনেত্রী। 



Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
India-China | কূটনৈতিক সম্পর্ক শুধরোতে ফের চালু হবে ভারত-চিন বিমান পরিষেবা
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Telengana | খালি মহিলা কামরায় ধর্ষণের চেষ্টা! যুবকের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর!
Meerut Murder Case | ৪ মাস ধরে সৌরভকে খুনের ছক! Google থেকে মুসকান শেখে খুনের পদ্ধতি! প্রেসক্রিপশন বদলে আনে ঘুমের ওষুধ!
Russia Attack on Ukraine | সৌদিতে শান্তিরক্ষার বৈঠকের আগেই ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার! আদৌ হবে শান্তিচুক্তি?
R G Kar Case | 'এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা?' আরজিকর কাণ্ড মামলার শুনানিতে CBIকে প্রশ্ন বিচারপতির!