প্রতিরক্ষা

অগ্নিপথ প্রত্যাহার নয়, অগ্রিম সুবিধার পরিকল্পনা, চাপে পড়ে এমনটাই ঘোষণা করলো কেন্দ্র

অগ্নিপথ প্রত্যাহার নয়, অগ্রিম সুবিধার পরিকল্পনা, চাপে পড়ে এমনটাই ঘোষণা করলো কেন্দ্র
Key Highlights

দেশের একাংশে তাণ্ডব চলেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। পুড়ে গিয়েছে গাড়ি। তবে কোনওভাবেই ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহার করা হবে না। জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক।

শুধু 'অগ্নিপথ'-র মাধ্যমেই সামরিক বাহিনীতে নিয়োগ করা হবে। রুটিন পদ্ধতিতে নিয়োগ করা হবে না। পুলিশ বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজ্যকে অনুরোধ করা হবে বলে জানাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক।

রবিবার আর কী কী ঘোষণা করা হল, তা দেখে নিন -

সামরিক বাহিনী সংক্রান্ত দফতরের অতিরিক্ত সচিব অনিল পুরী জানান, লেফটেন্যান্ট জেনারেল আগামী চার-পাঁচ বছরে ৫০,০০০-৬০,০০০ জওয়ান নিয়োগ করা হবে। যা ধাপে ধাপে বাড়িয়ে ৯০,০০০ থেকে এক লাখ করা হবে। পরবর্তীতে তা বেড়ে দাঁড়াবে ১.২৫ লাখ। প্রকল্পটি পর্যবেক্ষণের জন্য প্রথমে ৪৬,০০০ জনকে নিয়োগ করব আমরা।

সরকারি চাকরির ক্ষেত্রে অগ্নিবীরদের অগ্রাধিকার প্রদানের যে ঘোষণা করছে বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রের দফতর, তা পূর্ব-পরিকল্পিত ছিল। অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর দেশের একাংশে যে হিংসা ছড়িয়েছে, সেই কারণে তড়িঘড়ি ঘোষণা করা হচ্ছে না।