Sunita Williams | তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি! স্পেস স্টেশনে পৌঁছেই নাচ সুনীতা উইলিয়মসের! দেখুন ভিডিও!

Friday, June 7 2024, 7:35 am
highlightKey Highlights

তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়মস। বৃহস্পতিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিং করতে সক্ষম হয়েছে ST-200 Boeng Starliner। নাসার রকেট চেপে নিরাপদে স্পেস স্টেশনে পৌঁছেছেন সুনীতা। আর সেই আনন্দেই উদ্দাম নাচ! সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উদ্দাম নাচে মত্ত সুনীতা উইলিয়ামস। নাচ করার পাশাপাশি আইএসএস-এ থাকা অন্য সাত নভোচারীকে জড়িয়েও ধরেন।


তৃতীয়বারের জন্য মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়মস। বৃহস্পতিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে  ডকিং করতে সক্ষম হয়েছে ST-200 Boeng Starliner। নাসার রকেট চেপে নিরাপদে স্পেস স্টেশনে পৌঁছেছেন সুনীতা। আর সেই আনন্দেই উদ্দাম নাচ! সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে উদ্দাম নাচে মত্ত সুনীতা উইলিয়ামস।

আমেরিকার ফ্লোরিডার Cape Canaveral Space Force Station থেকে নাসার ST-200 Boeng Starliner রকেটে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দিলেন সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি 'বুচ' উইলমোর। আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক স্পেস স্টেশনেই থাকবেন সুনীতা। সব ঠিক থাকলে আন্তর্জাতিক স্পেস স্টেশনের অগ্রভাগে, হারমোনি মডিউলে নোঙর করবেন সুনীর এবং ব্যারি। উল্লেখ্য, এবারের যাত্রায় ভারতীয় বংশোদ্ভূত ৫৯ বয়সী মহিলা মহাকাশচারীর সঙ্গী ছিল তাঁর 'লাকি চার্ম' গণেশের একটি মূর্তি এবং শ্রীমদ্ভগবত গীতা। স্পেস স্টেশনে পৌঁছেই নাচে মেতে ওঠেন সুনীতা। নাচ করার পাশাপাশি আইএসএস-এ থাকা অন্য সাত নভোচারীকে জড়িয়েও ধরেন।   




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File