Asian Para Games | এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমসেও নজির! রেকর্ড গড়ে সেঞ্চুরি পদক জয়ের পথে ভারতীয় প্যারা অ্যাথলিটরা!

Friday, October 27 2023, 11:59 am
highlightKey Highlights

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের দুর্দান্ত পারফর্মের পর এশিয়ান প্যারা গেমস ২০২৩ এও নজির গড়ছেন প্যারা অ্যাথলিটরা। পাঁচ দিনের মধ্যেই ৯৪টি পদক জয়।অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী থেকে ভারতের ক্রীড়া মন্ত্রী।


এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর পর এশিয়ান প্যারা গেমসেও (Asian Para Games) দুর্দান্ত পারফর্ম করছে ভারত। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৯৮টি পদক জয় করেছেন দেশের অ্যাথলিটরা। ভারতের এই সাফল্যেই এবার ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন ভারতের ক্রীড়া মন্ত্রী (Sports Minister of India)। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত এটাই দেশের সর্বাধিক পদক জয়।

এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের দুর্দান্ত পারফর্মের পর এশিয়ান প্যারা গেমস ২০২৩ এও নজির গড়ছেন প্যারা অ্যাথলিটরা
এশিয়ান গেমস ২০২৩ এ ভারতের দুর্দান্ত পারফর্মের পর এশিয়ান প্যারা গেমস ২০২৩ এও নজির গড়ছেন প্যারা অ্যাথলিটরা

গত ২২ সে অক্টোবর থেকে শুরু হয়েছিল এশিয়ান প্যারা গেমস। এরপর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন খেলোয়াড়রা। চলতি এশিয়ান প্যারা গেমস আয়োজিত হচ্ছে হ্যাংঝুতে (Hangzhou)। উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার ভারতীয় প্যারা অ্যাথলিটরা লিখলেন ইতিহাস। বৃহস্পতিবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় অ্যাথলিটরা একটি সোনা সহ আটটি পদক জিতেছে। সামগ্রিক ভাবে অ্যাথলেটিক্স থেকে ভারতের ৯৮টি পদকের মধ্যে ৪৫টি পদক এসেছে। তার মধ্যে আবার ২৫টি সোনা জিতেছে অ্যাথলিটরা।

Trending Updates

টুর্নামেন্টে বৃহস্পতিবার প্রথম সোনা এনে দেন সচিন সার্জেরাও খিলারি। পুরুষদের এফ৪৬ শটপাটে গেমসের রেকর্ড ১৬.০৩ মিটার ছুড়ে সোনা জেতেন তিনি। রোহিত কুমার ১৪.৫৬ মিটার ছুড়ে জেতেন ব্রোঞ্জ। এর পর প্যারা শুটার সিদ্ধার্থ বাবু আর-৬ মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচওয়ান (SH1) ইভেন্টে আরও একটি সোনা এনে দেন দেশকে। তিনি এশিয়ান প্যারা গেমসে ২৪৭.৭ স্কোর করেন। শীতল দেবী এবং রাকেশ কুমার কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের ফাইনালে তাঁদের চিনা প্রতিপক্ষ লিন ইউশান এবং আই জিনলিয়াংকে ১৫১-১৪৯-এ পরাজিত করে সোনা জিতেন।

এশিয়ান প্যারা গেমসে পাঁচ দিনের মধ্যেই ৯৪টি পদক জয় করেছেন অ্যাথলিটরা
এশিয়ান প্যারা গেমসে পাঁচ দিনের মধ্যেই ৯৪টি পদক জয় করেছেন অ্যাথলিটরা

অন্যদিকে, তীরন্দাজির পুরুষদের ডাবলস ডব্লিউ১ (W1) ইভেন্টে ভারতের আদিল মহম্মদ নাজির আনসারি এবং নবীন দালাল জুটি ১২৫-১২০-তে কাজাখ জুটি নুরশাত তোলেউকাসিম এবং সাগদাত দুয়েসেমবায়েভকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জেতে। সিমরন এবং ভাগ্যশ্রী মাধবরাও যাদব যথাক্রমে মহিলাদের টি১২ (T12) ১০০ মিটার এবং মহিলাদের এফ৩৪ (F34) শট পাটে একটি করে রুপো জিতেছেন। মনু ঘাঙ্গাস পুরুষদের এফ১১ (F11) ডিসকাস থ্রোতে ৩৭.৮৭ মিটার ছুড়ে রুপো জিতেছেন। নারায়ণ ঠাকুর পুরুষদের টি৩৫ (T35) ১০০ মিটারে ১৪.৩৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। শ্রেয়াংশ ত্রিবেদিও পুরুষদের টি৩৭ (T37) ১০০ মিটারে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। মুথুরাজা পুরুষদের এফ৫৫ (F55) শটে ১০.৪২ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতেন। প্যারা ব্যাডমিন্টনে, সুকান্ত ইন্দুকান্ত কদম, শিভান নিথ্যা সুমাথি , মনীষা রামদাস, মনদীপ কৌর-মনিষা রামদাস, কৃষ্ণ নগর-শিবরাজন সোলায়মান এবং প্রমোদ ভগত-সুকান্ত ইন্দুকান্ত কদম - প্রত্যেকে সেমিফাইনালে হারলেও জিতেছেন ব্রোঞ্জ পদক। এছাড়াও দাবাতে ভবেশকুমার রথি হিমাংশি মহিলাদের ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। সর্বমোট বলাই চলে, এশিয়ান গেমস ২০২৩ (Asian Games 2023) এর মতো এশিয়ান প্যারা গেমসেও নজর কাড়া পারফর্ম করে দেশের মুখ উজ্জ্বল করছেন খেলোয়াড়রা।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় প্যারা এশিয়াডে ৭২টি পদক পেয়েছিল ভারত। তবে চলতি বছর চিনে সেই রেকর্ড ভেঙে দিলো ভারত। টুর্নামেন্টের চতুর্থ দিন ভারত তিনটি সোনা সহ মোট ৯৮টি পদক পেয়েছে। তার মধ্যে ২৫টি সোনা, ২৯টি রূপ এবং ৪৪টি ব্রোঞ্জ রয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে চিন রয়েছে পদক তালিকার শীর্ষে। চীন জিতেছে৪৭৮টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। তাদের পদক সংখ্যা ১৩৩। ১১৩টি পদক জয় করে তৃতীয় স্থানে রয়েছে জাপান। চতুর্থস্থানে রয়েছে ভারত। পঞ্চম স্থানে ৮৭টি পদক জয় করে রয়েছে দক্ষিণ কোরিয়া। ষষ্ঠস্থানে ৭৮টি পদক জয় করে রয়েছে ইন্দোনেশিয়া। সপ্তম স্থানে উজবেকিস্তান,তাদের পদকের সংখ্যা ৬৯। এরপর পদক তালিকায় যথাক্রমে রয়েছে থাইল্যান্ড, মালেশিয়া ও কাজাকিস্তান।

এশিয়ান গেমস ২০২৩ এর মতো এশিয়ান প্যারা গেমসেও দেশের ইতিহাসে নয়া রেকর্ড 
এশিয়ান গেমস ২০২৩ এর মতো এশিয়ান প্যারা গেমসেও দেশের ইতিহাসে নয়া রেকর্ড 

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত (India at Asian Games 2023) যেমন দেশের ইতিহাসে সর্বাধিক পদক জয় করেছে তেমনই এশিয়ান প্যারা গেমসে দেশের ইতিহাসে ভারত এবারের টুর্নামেন্টে সর্বাধিক পদক জয় করেছে। আজ ও কালও আরও কিছু ইভেন্ট রয়েছে। ফলে নিঃসন্দেহে পদকের সংখ্যা আরও বাড়বে। তবে তার আগেই ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur)। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতের ক্রীড়া মন্ত্রী (Sports Minister of India) এক ভিডিও বার্তায় বলেন, ভারতীয় প্যারা খেলোয়াড়রা এবার তাঁদের সেরা পারফরম্যান্স দেখিয়ে দেশের ইতিহাসে এশিয়ান গেমসে আগের ৭২টি পদকের রেকর্ড ভেঙে দিয়েছে। খেলা এখনও চলছে, নতুন রেকর্ড তৈরি হবে। 

এশিয়ান প্যারা গেমসে ২০২৩ এর জন্য খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও ভারতের ক্রীড়া মন্ত্রী
এশিয়ান প্যারা গেমসে ২০২৩ এর জন্য খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও ভারতের ক্রীড়া মন্ত্রী

অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) এর আগে প্যারা অ্যাথলিটদের এর আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  তিনি জানিয়েছিলেন, 'এশিয়ান প্যারা গেমসে একটি অসাধারণ কৃতিত্ব, যেখানে ভারত একটি অভূতপূর্ব ৭২টি পদক জিতেছে। জাকার্তা ২০১৮ এশিয়ান প্যারা গেমস থেকে দেশ আগের ৭২টি পদক জয়ের রেকর্ড ভেঙে দিয়েছে।প্যারা অ্যাথলিটরা ইতিহাসে তাদের নাম খোদাই করেছে। প্রসঙ্গত, এশিয়ান গেমস ২০২৩ এ ভারত (India at Asian Games 2023) সেঞ্চুরি পার পদক জিতে দেশের ইতিহাসে রেকর্ড গড়েছে। এরপর এশিয়ান প্যারা গেমসেও এখনও পর্যন্ত ৯০ এর বেশি পদক জয় করে ফেলেছে দেশ। এই টুর্নামেন্ট শেষ হবে ২৮সে অক্টোবর, আগামীকাল। ফলে এই প্রতিযোগিতাতেও ভারত পদক জয়ের সেঞ্চুরি করতে পারে কিনা সেটাই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File