Monthly Household Expenses | মাসিক খরচের নিরিখে জাতীয় গড় থেকে অনেকটা পিছিয়ে বাংলা! শিক্ষা ক্ষেত্রের চেয়ে পান,তামাক-সহ অন্যান্য নেশাদ্রব্যে ব্যয় বেশি!
দীর্ঘ ১১ বছর পর গৃহস্থের মাসিক খরচ নিয়ে রিপোর্ট বা হাউজহোল্ড কনজামশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। যাতে দেখা যাচ্ছে মাসিক খরচের নিরিখে জাতীয় গড় থেকে অনেকটা পিছিয়ে বাংলা। এছাড়াও নেশাদ্রব্যে বেশি ব্যয় করছে দেশবাসী। কমছে শিক্ষার খরচ।
দীর্ঘ ১১ বছর পর গৃহস্থের মাসিক খরচ নিয়ে রিপোর্ট বা হাউজহোল্ড কনজামশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্ট (Household Consumption Expenditure Survey Report) পেশ করেছে কেন্দ্রীয় সরকার। যাতে দেখা যাচ্ছে মাসিক খরচের নিরিখে জাতীয় গড় থেকে অনেকটা পিছিয়ে বাংলা। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় মাসিক খরচের গড় হল ৩২৩৯ টাকা। শহরাঞ্চলে সেই পরিসংখ্যানটা ৫২৬৭ টাকা। জাতীয় গড়ে দেখা যাচ্ছে, গ্রামীণ এলাকায় মাসিক খরচ ৩৭৭৩ টাকা এবং শহুরে এলাকায় ৬৪৫৯ টাকা। এই আবহে জাতীয় গড় থেকে অনেকটা পিছিয়ে বাংলা।
কী বলছে হাউজহোল্ড কনজামশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্ট?
২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে যৌথভাবে সমীক্ষাটি চালিয়েছে এনএসএসও (NSSO) বা এনএসএসও-র পূর্ণ রূপ (NSSO full form) ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস, পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক। এই রিপোর্টে প্রতিমাসে প্রতি পরিবারের মাথাপিছু খরচের হিসেব তুলে ধরা হয়েছে। অর্থাৎ, গৃহস্থালী জিনিস (Household items) এর কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তা খতিয়ে দেখেছেন সমীক্ষকরা। আর সেই রিপোর্টে দেখা যাচ্ছে, বর্তমানে ভারতীয়রা গৃহস্থালীর জিনিস (household things) হিসেবে চাল-ডালের মতো রোজকার খাবারের থেকে বেশি খরচ করছে প্রক্রিয়াজাত খাবারের ওপর। এছাড়াও টিভি, এসি, ফ্রিজের মতো দীর্ঘকালীন ব্যবহারের ইলেকট্রনিক সামগ্রীর ওপরেও খরচ বাড়ছে সাধারণ মানুষের। এছাড়া বিভিন্ন ধরনের পরিষেবাতেও খরচ অনেকটা বেড়েছে ভারতীয়দের। রিপোর্টে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১১-১২ অর্থবর্ষে যেখানে গ্রামীণ এলাকার গৃহস্থে গড়ে ৫২.৯ শতাংশ টাকা খরচ হত খাদ্য সামগ্রী কিনতে, ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৪৬.৪ শতাংশে। আর শহুরে সংসারে গৃহস্থালীর পণ্য (household products) এর ক্ষেত্রে ২০১১-১২ অর্থবর্ষে যেখানে মোট খরচের ৪২.৬২ শতাংশ ব্যয় হত খাবার কিনতে, ২০২২-২৩ অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৩৯.২ শতাংশে। একই ভাবে ২০২২-২৩ অর্থবর্ষে গ্রামীণ ও শহুরে সংসারে খাদ্য সামগ্রী বাদে অন্যান্য ক্ষেত্রে গড় খরচ হয়েছে যথাক্রমে ৫৩.৬ এবং ৬০.৮ শতাংশ।
এছাড়া ২০২২-২৩ অর্থবর্ষে গ্রামীণ ভারতে গৃহস্থালী জিনিস (Household items) হিসাবে গড় মাসিক খরচ ৩৭৭৩ টাকা। এদিকে শহুরে গৃহস্থে মাসিক গড় খরচ ৬৪৫৯। মাসিক গড় খরচের নিরিখে ভারতের শহর এবং গ্রামের ফারাক এখন ৭১.২ শতাংশ। এর আগে ২০০৪-০৫ বর্ষে সেই ফারাক গিয়ে ঠেকেছিল ৯০ শতাংশে। সরকারের রিপোর্ট অনুযায়ী, ১৯৯৯-০০ অর্থবর্ষে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ ছিল ৪৮৬ টাকা, আর শহুরে গৃহস্থালীর জিনিস (household things) নিয়ে গড় মাসিক খরচ ছিল ৮৫৫ টাকা। এদিকে ২০০৪-০৫ অর্থবর্ষে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ ছিল ৫৭৯ টাকা, আর শহুরে গৃহস্থের গড় মাসিক খরচ ছিল ১১০৫ টাকা। এরপর ২০০৯-১০ অর্থবর্ষে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ বেড়ে দাঁড়ায় ১০৫৪ টাকা, আর শহুরে গৃহস্থের গড় মাসিক খরচ বেড়ে হয় ১৯৮৪ টাকা। এরপর ২০১১-১২ অর্থবর্ষে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ ছিল ১৪৩০ টাকা, আর শহুরে গৃহস্থের গড় মাসিক খরচ ছিল ২৬৩০ টাকা। আর বিগত এক দশকেরও বেশি সময় ধরে এই রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, ১১ বছরে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ বেড়েছে ২৩৪৩ টাকা। আর শহুরে গৃহস্থ বাড়ির গড় মাসিক খরচ বেড়েছে ২৬৮৬ টাকা।
অন্যদিকে, আয়ের ওপর ভিত্তি করে জনসংখ্যার শ্রেণিভাগ করা হলে দেখা যাবে, আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা শহুরে মানুষের গড় মাসিক খরচ ২০০১ টাকা ছিল ২০২২-২৩ অর্থবর্ষে। আর গ্রামে আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা গৃহস্থের মাসিক গড় খরচ ১৩৭৩ টাকা। এদিকে আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা শহুরে গৃহস্থের গড় মাসিক খরচ হল ২০,৮২৪ টাকা। আর আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ ১০,৫০১ টাকা।
তবে এই রিপোর্টে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে, ২০১১-১২ সালে গ্রামীণ এলাকায় পান, তামাক সহ অন্যান্য নেশাদ্রব্য কিনতে খরচ হতো মোট আয়ের ৩.২১ শতাংশ। তবে ২০২২-২৩ সালে তা বেড়ে হয়েছে ৩.৭৯ শতাংশ। এদিকে হিসেবের নিরিখে গ্রামকে টেক্কা দিয়েছে শহর। ২০১১-১২ সালে নেশাদ্রব্যে ১.৬১ শতাংশ খরচ করতেন শহরবাসী। তবে ২০২২-২৩ সালে তা বেড়ে হয়েছে ২.৪৩ শতাংশ। একদিকে যেমন ক্রমশ বাড়ছে পান, তামাক সহ অন্যান্য নেশাদ্রব্য জিনিসের দাম তেমনি অন্যদিকে দেশবাসী খরচ কমিয়েছে শিক্ষাক্ষেত্রে। রিপোর্ট অনুযায়ী, ২০১১-১২ সালে শহরে শিক্ষা খাতে ব্যয় হতো ৬.৯০ শতাংশ। ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫.৭৮ শতাংশে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় পড়ার খরচ উল্লিখিত দুই পর্বে ৩.৪৯ শতাংশ থেকে নেমে এসেছে ৩.৩০ শতাংশে। মাসিক মাথাপিছু খরচের গড় হিসেবও তুলে ধরা হয়েছে সমীক্ষায়।
উল্লেখ্য, শহর ও গ্রামীণ উভয় জায়গাতেই ২০১১-১২ সালের তুলনায় ২০২২-২৩ সালে খরচ বেড়েছে প্রায় আড়াই গুণ। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২ লক্ষ ৬১ হাজার ৭৪৬টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করেছেন সমীক্ষকরা। সরকারি এই সমীক্ষায় পানীয় ও প্রক্রিয়াজাত খাদ্য, পরিবহণ খাতেও খরচ বাড়ার ছবিই উঠে এসেছে। সব মিলিয়ে ব্যয়বৃদ্ধির নাগপাশে নাভিশ্বাস উঠছে দেশবাসীর।
- Related topics -
- অর্থনৈতিক
- ভারত
- দেশ
- কেন্দ্রীয় সরকার
- রাজ্য
- শিক্ষা ব্যবস্থা