শিক্ষা

CU Admission fee | কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তির ফি মুকুব করা হল!

CU Admission fee | কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তির ফি মুকুব করা হল!
Key Highlights

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের ২০২২-২৩ সালের জন্য দিতে হবে না কোনও অ্যাডমিশন ফি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক সহ-উপাচার্যের তরফে জারি হওয়ায় একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের কোনও অ্যাডমিশন ফি দিতে হবে না। শুধুমাত্র ২০২২-২৩ সালের জন্য এই ফি মকুব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা এবছরের পরিবর্তে পরের বছর হবে বলে আগেই জানানো হয়েছে। কিন্তু কলেজগুলোতে অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে। অন্যান্য বছরের মতন এবারও ভর্তি প্রক্রিয়ার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কলেজে কত আসন, কোন বিষয়ে কত জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং স্বচ্ছ্ব হয়, তার জন্যই বিশদে তালিকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

অন্যদিকে আইন বিভাগে প্রবেশিকার দাবি ঘিরে জল গড়িয়েছে আদালতে। বিএ, এলএলবি কোর্সে (BA LLB) প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হত। কোভিড পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা হয়নি। সেই পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।