শিক্ষা

CU Admission fee | কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তির ফি মুকুব করা হল!

CU Admission fee | কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ভর্তির ফি মুকুব করা হল!
Key Highlights

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের ২০২২-২৩ সালের জন্য দিতে হবে না কোনও অ্যাডমিশন ফি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক সহ-উপাচার্যের তরফে জারি হওয়ায় একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের কোনও অ্যাডমিশন ফি দিতে হবে না। শুধুমাত্র ২০২২-২৩ সালের জন্য এই ফি মকুব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা এবছরের পরিবর্তে পরের বছর হবে বলে আগেই জানানো হয়েছে। কিন্তু কলেজগুলোতে অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে। অন্যান্য বছরের মতন এবারও ভর্তি প্রক্রিয়ার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কলেজে কত আসন, কোন বিষয়ে কত জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং স্বচ্ছ্ব হয়, তার জন্যই বিশদে তালিকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

অন্যদিকে আইন বিভাগে প্রবেশিকার দাবি ঘিরে জল গড়িয়েছে আদালতে। বিএ, এলএলবি কোর্সে (BA LLB) প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হত। কোভিড পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা হয়নি। সেই পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।


Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]