বিজ্ঞান ও প্রযুক্তি

Aditya L-1 Mission and Chandrayaan 3 Current Status | তৃতীয় কক্ষপথ পার! দিন কয়েক বাদেই সূর্যের পথ ধরবে 'আদিত্য এল ১'! ১০ দিন বাদে 'ঘুম' থেকে উঠবে কি 'চন্দ্রযান-৩'?

Aditya L-1 Mission and Chandrayaan 3 Current Status | তৃতীয় কক্ষপথ পার! দিন কয়েক বাদেই সূর্যের পথ ধরবে 'আদিত্য এল ১'! ১০ দিন বাদে 'ঘুম' থেকে উঠবে কি 'চন্দ্রযান-৩'?
Key Highlights

পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করে সূর্যের আরও কাছে পৌঁছলো আদিত্য এল ১। ১৮ তারিখ পৃথিবী ছেড়ে সূর্যের পথ ধরবে সৌরযান। ২২ তারিখ বিক্রম-প্রজ্ঞানের ঘুম ভাঙার আশায় ইসরো, নাসার বিজ্ঞানীরা।

সূর্যের আরও কাছে পৌঁছলো ভারতের প্রথম সৌরযান, আদিত্য এল ১ (Aditya L1)। পৃথিবীর তৃতীয় কক্ষপথ পেরিয়েছে 'আদিত্য'।  ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) বা ইসরোর (ISRO) বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক চলছে আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission)।

সম্প্রতি ইসরোর তরফ থেকে টুইট করে বা বর্তমান এক্স হ্যান্ডেলে (X) পোস্ট করে আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission) এর আপডেট দেওয়া হয়। পোস্টের মাধ্যমে জানানো হয়, সৌরযান আদিত্য এল-১ (Aditya L1) পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করে বর্তমানে পৃথিবীর ২৯৬ কিমি x ৭১৭৬৭ কিমি কক্ষপথে এখন চক্কর কাটছে। এই কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার (Earthbound Maneuver)। এরপর সৌরযান,  আদিত্য এল ১ (Aditya L1) পরবর্তী কক্ষপথ বদল হবে আগামী ১৫ই সেপ্টেম্বর বেলা ২টো নাগাদ।

প্রসঙ্গত, গত ২রা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota, Andhra Pradesh) থেকে আদিত্য এল ১ (Aditya L1)সৌরযানের উৎক্ষেপণ হয়। উৎক্ষেপণের পর প্রথম দুবার নির্বিঘ্নেই কক্ষপথ পরিবর্তন ধাপ পাশ করেছে ভারতের প্রথম সৌরযান। আদিত্য এল ১ (Aditya-L1) প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে ৩রা সেপ্টম্বর রবিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ। এরপর ৫ই সেপ্টেম্বর ভোর-রাত ৩টের সময় ফের সফল ভাবে কক্ষপথ বদলায় ভারতের সৌরযান আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission)। আদিত্য এল ১ মিশন (Aditya L1 Mission) আপডেট দেওয়ার সময় ইসরো জানিয়েছে, ১৮ তারিখ অবধি পৃথিবীর সবকটা কক্ষপথ চক্কর কেটে মহাকাশে সূর্যের পথ ধরবে আদিত্য এল-১ (Aditya L1)।

ইতিমধ্যেই, সূর্যের দিকে এগোনোর সময় যাত্রাপথে 'সেলফি' পাঠিয়েছে আদিত্য এল ১ (Aditya L1)। সঙ্গে পাঠিয়েছে পৃথিবী ও চাঁদের ছবিও। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, যাত্রাপথে আরও অসংখ্য ছবি পাঠাবে 'আদিত্য'। উল্লেখ্য, ভারতের প্রথম সৌরযান, আদিত্য এল ১ (Aditya L1)-এ  মোট সাতটি পেলোড আছে। এগুলি সূর্যের বিভিন্ন স্তর খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে। ফটোস্ফিয়ার (Photosphere) থেকে ক্রোমোস্ফিয়ার (Chromosphere) কিংবা সূর্যের একেবারে বাইরের দিকের স্তর কোরোনা, পর্যবেক্ষণ করবে এই পেলোডগুলি। এর মধ্যে, ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি (VELC) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (SUIT) নামে দু’টি মূল পেলোড রয়েছে। ল্যাগরেঞ্জ পয়েন্ট পৌঁছানোর পরে এই ভিইএলসি পেলোড প্রতিদিন ১,৪৪০টি ছবি তুলে পাঠাবে। অন্য পেলোডগুলি হল- সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (SOLEXS), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস), আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (HEL1OS) এবং প্লাজ়মা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (PAPA)।

অন্যদিকে, ২৩ সে অগাস্ট  চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে নিজের গন্তব্য সফল করে মহাকাশ বিজ্ঞানে ইতিহাস গড়েছে চন্দ্রযান-৩ (ISRO Chandrayaan 3 Live)। চাঁদের মাটিতে কেবল পা রাখাই নয়, সেখানে ঘুরে ফায়ার নানান পরীক্ষাও করেছে ইসরোর চন্দ্রযান। তবে বর্তমানে ঘুমের দেশে সৌরশক্তিতে চলা চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান (Chandrayaan 3 Live Location) (Chandrayaan 3 Current Status)। তবে তারা আদৌ ১০ দিন পর, ২২ তারিখ জাগবে কি না সেইদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

৪ঠা সেপ্টেম্বর সকাল ৮টার সময় ল্য়ান্ডার বিক্রমকে স্লিপ মোডে পাঠায় ইসরো। তার আগে স্লিপ মোডে পাঠানো হয় প্রজ্ঞানকে। বর্তমানে সব পেলোড বন্ধ রয়েছে। শুধুমাত্র চালু রয়েছে রিসিভার পেলোড (Receiver Payload)। বেঙ্গালুরু (Bangalore) থেকে কমান্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে আবার ঘুম থেকে উঠে বিক্রম-প্রজ্ঞান কাজ করতে পারে তার জন্যই চালু রাখা হয়েছে রিসিভার পেলোডটি (Chandrayaan 3 Current Status) (Chandrayaan 3 Live Location)।

ইসরো এবং ইসরোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া নাসা (NASA), দুই মহাকাশ সংস্থার বিজ্ঞানীদের আশা, বিক্রম ল্যান্ডারটি ফের ২২সে সেপ্টেম্বরে জেগে উঠতে পারে। তবে এক্ষেত্রে আশা থাকলেও সঙ্গে রয়েছে নিরাশাও। কারণ মাত্র ১৪ দিনের আয়ু দিয়েই চন্দ্রযান-৩-কে পাঠিয়েছিল ইসরো। কাজ শেষে চিরতরে চাঁদের বুকেই ভারতের দূত হিসেবে রয়ে যাওয়ার কথা তার (Chandrayaan 3 Live Location) (Chandrayaan 3 Current Status)। পাশাপাশি চাঁদে রাতের মাত্রারিকিক্ত ঠান্ডার কারণে সময় যত গড়াবে বিক্রমের ব্য়াটারি ততই কমতে থাকবে। তবে চাঁদে ফের সূর্য উঠলে তার থেকে শক্তি সঞ্চয় করে চন্দ্রযান-৩-এর (ISRO Chandrayaan 3 Live) পুনরায় জেগে ওঠার সম্ভাবনাও একেবারে ক্ষীণ হলেও রয়েছে বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা।


CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
আজকের সেরা খবর | ২০১৯ সালের তুলনায় কম! ২০২৪ এর লোকসভার চতুর্থ দফার ভোটে বাংলার আট আসনে ভোটদানের হার জানালো কমিশন!
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla