বিনোদন

Adipurush | বড় পর্দায় মুক্তির দিনই ৮০ কোটির বেশি আয় করতে পারে 'আদিপুরুষ'!

Adipurush |  বড় পর্দায় মুক্তির দিনই ৮০ কোটির বেশি আয় করতে পারে 'আদিপুরুষ'!
Key Highlights

আগাম টিকিট বুকিংয়েই এখনও পর্যন্ত ৩.৬৫ কোটি আয় করেছে 'আদিপুরুষ'। বিদেশের প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে প্রভাস-কৃতির সিনেমা।

প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই নানান বিতর্কের মুখোমুখি হয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত এই চলচিত্রকে। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে আগামীকাল অর্থাৎ ১৬ই জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে  'আদিপুরুষ' (Adipurush)। সম্পর্কিত মহলের ধারণা, ওপেনিং ডে-তেই (Opening Day) ৮০ কোটির বেশি আয় করতে পারে এই সিনেমা। ইতিমধ্যেই এই ছবি মুক্তি পেয়েছে বিদেশে।

অশুভের সঙ্গে লড়াইয়ে শুভের জয় ভারতীয় মহাকাব্য এবং পুরাণের বহু কাহিনির ভিত্তি,  ন্যায়ের প্রতীক রামচন্দ্রের সঙ্গে অহংকারী রাবণের যুদ্ধের গল্প, বাল্মীকির রামায়ণ (Ramayana) ভীত করে তৈরী এই চলচিত্রে রামচন্দ্রের ভূমিকায় দেখা যাবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বাহুবলী প্রভাসকে (Prabhas)। সীতা অর্থাৎ জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। লক্ষ্মণের চরিত্রে সানি সিং (Sunny Singh) এবং  রাবণের চরিত্রে আছেন সাইফ আলি খান (Saif Ali Khan)। এছাড়া হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন দেবদত্ত নাগে (Devdatta Nage)।

এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গত ৭ই  জুন তিরুপতিতে (Tirupati)। তবে ছবির প্রথম ঝলক প্রকাশ পাওয়ার পরই নানান সমালোচনার মুখে পড়তে হয় এই সিনেমাকে।  ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ছবির বিরোধিতা করেছিলন অনেকে। সেই মামলার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে বিতর্কিতদের সমালোচনা, মন্তব্য কোনোকিছুই  আটকাতে পারলো না সিনেমার সাফল্যকে। ছবিমুক্তির আগেই বিদেশের মাটিতে অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে প্রথম দিনেই ৮ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ৫০০ কোটির বাজেটে তৈরি 'আদিপুরুষ'। ইতিমধ্যেই আমেরিকায় (America) ৪.১০ কোটি, ব্রিটেনে (Britain) ৫০ লক্ষ, অস্ট্রেলিয়ায় (Australia) ৮৩ লক্ষ টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই সিনেমা। এছাড়াও কানাডায় (Canada) ২৫ লক্ষ এবং ইউরোপের (Europe) অন্যান্য দেশ ও দক্ষিণ-এশিয়া (South-Asia) দেশে এখনও পর্যন্ত মোট ৪০ লক্ষ টাকার ব্যবসা করেছে ওম রাউতের পরিচালিত এই সিনেমা।

ভারতে (India) ১৬ই জুন ছবিটি মুক্তি পেলেও, ১১ই জুন থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির টিকিটের অগ্রিম বুকিং।  জানা গিয়েছে, এখনই প্রায় তিন কোটিরও বেশি টাকার অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে ওপেনিং ডে-তে ৮০ কোটির বেশি আয় করতে পারে এই সিনেমা। মনে করা হচ্ছে হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), প্রয়াগরাজ (Prayagraj), বারাণসী (Varanasi), পুনে (Pune), অওরঙ্গাবাদ (Aurangabad), হরিয়ানার (Haryana) মতো শহরে ভালো ব্যবসা করতে চলেছে 'আদিপুরুষ'। এমনকি তেলঙ্গনায় (Telangana) এই ছবির ভোর চারটের শো নিয়ে রীতিমতো উৎসাহিত জনতা। প্রথম দিনের প্রথম শো-র জন্য বিশেষ প্রদর্শনীর জন্য অর্ডারও (Special Order) পাশ করেছে কেসিআর-এর (KCR) সরকার।

উল্লেখ্য, বহু মানুষ 'আদিপুরুষ'-এর টিকিট বিনামূল্যে গরিব বাচ্চাদের দেখার জন্য দান করেছেন। সেই তালিকায় রয়েছেন বলিউড (Bollywood) সুপারস্টার রণবীর কাপুরের (Ranbir Kapoor) মতো তারকাও। সপ্তাহখানেক আগেই প্রায় ১০ হাজার টিকিট কিনে দুস্থ বাচ্চাদের সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। কেবল তারকারাই নয়, বহু কর্পোরেট সংস্থা সিনেমার বাল্ক টিকিট কেটে নিয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী, 'আদিপুরুষ' ছবির হিন্দি থ্রিডি ভার্সন (Hindi 3D) ইতিমধ্যেই ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। ছবির হিন্দি টুডি ভার্সনের (Hindi 2D) বিক্রি হওয়া টিকিট থেকে এখনও আয়ের পরিমাণ ১৮ লক্ষ টাকা। এছাড়া ছবির তেলুগু সংস্করণে (Telugu Dubbed) এখনও পর্যন্ত বিক্রি হয়েছে ৬৪ লক্ষ টাকার টিকিট। অর্থাৎ, অগ্রিম টিকিট বুকিংয়ে আয়ের পরিমান দাঁড়িয়েছে প্রায় ৩.৬৫ কোটি টাকা।

নানান বিতর্কের মুখোমুখি হলেও ছবির প্রচারে কোনো খামতি রাখেনি নির্মাতারা। ছবির সাফল্য কামনায় দেশের একাধিক মন্দিরে ঘুরে ঘুরে পুজো দিয়েছেন পরিচালক থেকে শুরু করে 'আদিপুরুষ'-র অভিনেতারা। এমনকি, প্রতিটি প্রেক্ষাগৃহে বজরংবলির জন্য একটি করে সিটও ছেড়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাদের। ছবির মুক্তির আগে বিশেষ ঘোষণা করে নির্মাতারা জানান, প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে আসন বরাদ্দ থাকবে বজরংবলীর জন্য (Dedicating One Seat To Lord Hanuman)। কোনোমতেই বিক্রি করা যাবেনা সেই আসন। তাদের মত, যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এই বিশ্বাসকে সম্মান জানাতেই প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, সেই প্রেক্ষাগৃহে একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য।

১৬ই জুন 'আদিপুরুষ' বড় পর্দায় মুক্তি পাবে থ্রিডি (3D) এবং টুডি-তে (2D)। ওয়ার্নার ব্রাদার্স (Warner Brothers) আগে থেকে 'দ্য ফ্ল্যাশে'র (The Flash) জন্য আইম্যাক্সের  (IMAX) সঙ্গে গাঁটছড়া বাধায় 'আদিপুরুষ' দেখা যাবেনা সেখানে। এছাড়া জানা গিয়েছে, বড়পর্দায় মুক্তির ৫০ দিন পর ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) মুক্তি পেতে পারে এই সিনেমা। আমাজন প্রাইম (Amazon Prime) ভিডিয়োতে মুক্তি পেতে পারে 'আদিপুরুষ'। তবে পরে বদল হতে পারে এই সিদ্ধান্ত।