মাতৃহারার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি কৌশানী, মাকে ছাড়া অভিনেত্রীর এবছরের পুজোর প্রস্তুতি কেমন?
Key Highlightsমায়ের মৃত্যুর পর এটাই অভিনেত্রী কৌশানী মুখার্জীর প্রথম কালীপুজো। মন ভালো নেই অভিনেত্রীর। মায়ের স্মৃতি আগলেই একা হাতে বাড়ির পুজোর প্রস্তুতি করছেন অভিনেত্রী।
রাত পোহালেই কালীপুজো। ২০২১ সালের ঠিক এই সময়েই নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখার্জী। গত বছর পুজোর দিনে পরবেন বলে মা-মেয়ে একসঙ্গে লালপেড়ে সাদা বেনারসি কিনেছিলেন। তারপর আচমকাই সব বদলে গেল।
আগের বছর কালীপুজোর দু’তিন দিন আগে মায়ের হঠাৎ চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছিলেন কৌশানী মুখার্জীকে, এবছর মায়ের স্মৃতি আকড়েই পূজো করবেন তিনি
মন ভালো নেই টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। মা-ই ছিলেন তাঁর সব। প্রতি বছর ধুমধাম করে মা কালী পুজো করতেন। এই প্রথমবার মাকে ছাড়াই বাড়ির পুজো করবেন অভিনেত্রী। কৌশানী বললেন, “শুধু কালীপুজো নয়, প্রতি দিন প্রতি মুহূর্তে মায়ের অনুপস্থিতি অনুভব করি। গত বছর খুব শখ করে মা-মেয়ে মিলে একই রঙের বেনারসি কিনেছিলাম। সেই বেনারসি পরিয়ে মাকে সাজিয়ে-গুছিয়ে পাঠিয়ে দিলাম। আমার বেনারসিটা পরা হয়নি। এই বছর পুজোয় সেই শাড়িটাই পরব।”
মা নেই কিন্তু চারিদিকে শুধুই মায়ের চিহ্ন। তবে বাবা, বনি, মাসি, মেসোদের নিয়ে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন তিনি। কৌশানীর কথায়, “আমাদের তো প্রতিষ্ঠিত মায়ের মূর্তি আছে। বাবা ধনতেরসের দিন মা কালীর সোনার গয়না কিনে এনেছে। তারাপীঠ থেকে পুরোহিতরা আসবেন। যজ্ঞ হবে। গত বছর মা চলে যাওয়ায় সবটাই বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পুজো তো বন্ধ করব না। পাঁচ বছরে পা দিল আমাদের পুজো। হোমটা বেশ অনেক ক্ষণ হয়।”
পুজোর দিন কৌশানীর বাড়িতে পুরোটাই নিরামিষ। রাধাবল্লভি, পোলাও, ধোকার ডালনা, ছানার তরকারি, মিষ্টি—এলাহি খাওয়ার আয়োজনও করেছেন তিনি। মঙ্গলবার দিন অবশ্য দিওয়ালির বিশেষ পার্টিও রয়েছে। সে দিন নিজেকে অন্য ভাবে সাজাবেন নায়িকা। বিরিয়ানি, মাটনে জমবে নায়িকার দিওয়ালি রাতের পার্টি।
- Related topics -
- সেলিব্রিটি
- অভিনেত্রী
- কৌশানী মুখার্জী
- কালীপূজা
- টলিউড








