আবহাওয়া

West Bengal Weather | উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত! আগামীকাল থেকেই কমবে তাপমাত্রার পারদ! সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস!

West Bengal Weather | উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত! আগামীকাল থেকেই কমবে তাপমাত্রার পারদ! সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস!
Key Highlights

পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ফের বঙ্গে প্রবেশ করতে চলেছে শীত। শুক্রবার থেকেই দক্ষিণ -উত্তরবঙ্গের আবহাওয়া বদল।

বৃহস্পতিবারও সেরমভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর বদল বোঝা গেল না। তবে শুক্রবার থেকেই নাকি  রাজ্যে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এমনকি হাওয়া অফিস জানাচ্ছে,  সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, উত্তুরে হাওয়ায় ভর দিয়ে রাজ্যে ফের প্রত্যাবর্তন করছে শীত। আগামী তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। পরের দু’দিন নতুন করে পারদ পতন না হলেও তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, শুক্রবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। তবে আগামী তিন দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ, পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) মোতাবেক, পৌষ সংক্রান্তির আগে এবং পরে শীতের কনকনানি ফিরছে। তবে এই শীত কতটা দীর্ঘস্থায়ী হবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায়, মূলত দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকবে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে অনেকটাই কমতে চলেছে তাপমাত্রার পারদ। ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণের সমস্ত জায়গায়। একদিকে যেমন তাপমাত্রা কমবে তেমনই কুয়াশার পরিমাণ বাড়তে পারে দক্ষিণের বেশ কিছু জেলায়। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলাগুলি। সেই সঙ্গে বাড়বে ঠান্ডার দাপট। অপরদিকে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও খানিকটা কমতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরের দার্জিলিং ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। 

অন্যদিকে, শেষ ১৫ দিন ধরে কুয়াশায় ঘিরে রয়েছে উত্তর ভারত ও দিল্লির বিভিন্ন অংশ৷ দিল্লিতে তাপমাত্রা আগামী কয়েকদিন ৭ ডিগ্রির কাছাকাছিই থাকবে৷ তবে আগামীকাল থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তাপমাত্রা অনেকটাই কমবে৷ এর ফলে শীতের কামড় বৃদ্ধি পাবে৷ আইএমডির পূর্বাভাস বলছে, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ ১১ জানুয়ারি জুড়ে থাকছে। এছাড়াও ১১, ১২ জানুয়ারি হিমালয় সংলগ্ন এলাকা ও উত্তরাখণ্ডে বরফের চাদর বহু জায়গায় দেখা যাবে। হিমাচলের সিস্সু লেক ও লাহুল স্পিতীতে তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস হবে। মুক্তেশ্বর, তেহরিতেও জমবে বরফ। 


Delhi High Court | "দাদু-ঠাকুমার সম্পত্তির ভাগ চাইতে পারবেন না নাতি-নাতনিরা" - রায় দিল্লি হাইকোর্টের
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
Krishnanagar | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo