উৎসব ২০২৪

Mahalaya | মহালয়ার তিথিতে বিশেষ কিছু কাজ করলে ফিরতে পারে ভাগ্য! তবে ভুলেও করবেন না এই কাজগুলি

Mahalaya | মহালয়ার তিথিতে বিশেষ কিছু কাজ করলে ফিরতে পারে ভাগ্য! তবে ভুলেও করবেন না এই কাজগুলি
Key Highlights

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহালয়ার তিথিতে বিশেষ কিছু কাজ করলে ফিরতে পারে ভাগ্য। আবার, এমন কিছু কাজ রয়েছে, যা করলে ক্ষতি হয়ে যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির।

সূচনা হলো দেবীপক্ষের। আজ ২০২৪ এর মহালয়া (Mahalaya 2024)। এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। মহালয়ার দিন মা দুর্গার প্রতিমার চক্ষুদান করা হয়, পাশাপাশি এদিন পিতৃপুরুষদের শ্রাদ্ধ তর্পণ নিবেদন করে থাকেন অনেকে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহালয়ার তিথিতে বিশেষ কিছু কাজ করলে ফিরতে পারে ভাগ্য। আবার, এমন কিছু কাজ রয়েছে, যা করলে ক্ষতি হয়ে যেতে পারে সংশ্লিষ্ট ব্যক্তির। 
মহালয়ার দিন কী কী করবেন?
মহালয়ার (Mahalaya) দিন বাড়ির অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। মহালয়ার দিন যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ানো খুব শুভ। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। মহালয়ার দিন যদি সম্ভব হলে বাড়িতে পাঁচ জন কিংবা সাত জন পুরোহিত সেবা করুন। এ ছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন, সেটাও শুভ বলে মানা হয়। মহালয়ার দিন কোনও অসহায় মানুষকে তাঁর উপকারে লাগে এমন জিনিস দান করুন। দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ করলে বা দুঃস্থ শিশুদের খাবার খাওয়ালে অথবা ফলদান করলেও সুফল মিলতে পারে। 
মহালয়ার দিন কী কী করবেন না?
মহালয়ার তিথিতে চুল, দাঁড়ি কাটতে নেই। কাউকে কোনও কিছু ধার দিতে নেই। বাড়ি, গাড়ি বা নতুন কিছু কেনাকাটা করার জন্য এই তিথি শুভ নয়। এই তিথিতে বাড়িতে কোনও ভিখারি এলে তাঁকে খালি হাতে না ফেরানোই বিধি। এই তিথিতে বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করতে নেই। মহালয়ার দিন মদ্যপান করাও শুভ নয়। এই তিথিতে মাটিতে গর্ত খুঁড়তে নেই বলেও প্রচলিত আছে।
মহালয়ার দিনটি বাঙালীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সমস্ত ভারতবাসী এই দিনটিকে, সর্বপিতৃ অমাবস্যা হিসাবে পালন করে থাকে। এই দিনের গ্রহের অবস্থান অত্যন্ত শক্তিশালী হওয়ায় মানুষ এই দিন নানারকম উপায় করে নিজেদের ভাগ্য ফেরানোর জন্য। কারণ মহালয়ার তিথি হল বিশেষ তিথি। মহালয়ার পরদিন থেকে সূচনা হয় মাতৃপক্ষের এবং অবসান হয় পিতৃপক্ষের।


Afrin Jabee | সাঁতরে ইংলিশ চ্যানেল ‘জয়’ বঙ্গতনয়ার! আফরিনের সাফল্যে উচ্ছসিত মেদিনীপুর
Deoghar Accident | নিয়ন্ত্রণ হারালো বাস, শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু ৮ পুণ্যার্থীর! আহত ২০-২৫ জন!
Divya Deshmuk | দাবায় বিশ্বসেরা! প্রথম মহিলা দাবা বিশ্বচ্যাম্পিয়ন পেলো ভারত! চিনুন দিব্যা দেশমুখকে!
Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
AK203-Sher | মিনিটে ৭০০ বুলেট ছুঁড়তে সক্ষম, নিশানা অব্যর্থ! ভারত-রাশিয়ার উদ্যোগে তৈরী হলো AK ২০৩-'শের'!
IndvsEng Test | লড়াকু জাডেজা-ওয়াশিংটন, চোখধাধাঁনো সেঞ্চুরি করে ম্যাচ ড্র দুই ভারত সৈনিকের
TCS Layoff | বড়ো অঙ্কের লোক ছাঁটাই করতে চলছে TCS, বিপাকে ১২ হাজার কর্মী!