রাজ্য

হঠাৎ ধেয়ে এল ভয়ঙ্কর টর্নেডো ঝড়, ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী দিঘার সমুদ্র সৈকত

হঠাৎ ধেয়ে এল ভয়ঙ্কর টর্নেডো ঝড়, ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী দিঘার সমুদ্র সৈকত
Key Highlights

আকস্মিক দিঘার সমুদ্রে ধেয়ে এল টর্নেডো। রবিবার ছুটির দিন সকালেই ভিড়ে ঠাসা দিঘা সাক্ষী রইল এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের।

দিঘার সমুদ্রে ধেয়ে আসে টর্নেডো। আগাম কোনও সতর্কতা জারি না থাকলেও আজ সকালে সমুদ্রে প্রবল জোয়ার থাকায় কেউই জলে নামেনি। এমনকি সৈকতের আশেপাশেও তেমন কেউ ছিলেন না। পর্যটকরা সমুদ্রের তিরে বসে নীল ঢেউ উপভোগ করছিলেন, তখনই ঘটে এই বিপত্তি।

টর্নেডোর তাণ্ডব, মুহূর্তে আশঙ্কার মেঘ এরপর মাঝ সমুদ্রে হঠাৎ উদয় হয় টর্নেডো

দিঘার সমুদ্রে হঠাৎ টর্নেডো ধেয়ে আসায় হুড়োহুড়ি পড়ে যায়। জোয়ারের জল বেশি থাকায় পর্যটকরা উপরে ছিলেন। সেই সময় টর্নেডোর হানায় বিশৃঙ্খল পরিস্থিতি। তবে দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। টর্নেডোর তাণ্ডব। কিন্তু মুহূর্তেই আশঙ্কার মেঘ বাসা বাঁধে। আতঙ্কের পরিবেশ থেকে মুক্তি মিলতেই ফিরে আসে স্বস্তি। 

সমুদ্রের পাড়ে বসে সবাই যখন ঢেউ গুণতে ব্যস্ত তখন মাঝ সমুদ্রে হঠাৎ উদয় হয় টর্নেডোর। সমুদ্র ভেদ করে ধেয়ে আসতে শুরু করে সেই ঝড়। মাঝ সমুদ্রে ওই তাণ্ডব রূপ ভয় ধরানোর পক্ষ যথেষ্ট। ছুটির দিন হওয়ায় ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি। তবে সমুদ্রে জলে স্নান করতে কেউ না নামায় রক্ষা মিলেছে। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তবে রহস্যজনকভাবে এই টর্নেডো আবির্ভূত হওয়ার খানিক বাদেই মিলিয়ে যায়। কোনও আগাম সতর্কতা ছিল না, ফলে প্রকৃতি ফুঁসে উঠলেও আবার প্রকৃতিই নিজেকে সংবরণ করে রক্ষা করে। স্বল্পক্ষণ স্থায়ী হওয়ায় বিশেষ কোনও ক্ষতি হয়নি। এরপর জিঘা, মন্দারমণি, তাজপুর-সহ সমুদ্র উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করা হয় প্রশাসনের তরফে।


WBJEE Result | পরীক্ষার ১১৭ দিন পর প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল! প্রথম হলেন ডনবস্কো স্কুলের অনিরুদ্ধ!
Kolkata Metro Fare | হাওড়া ময়দান-সেক্টর ফাইভ 'রেট চার্ট' বসলো মেট্রো স্টেশনগুলিতে, কত ভাড়া দেবেন আপনি?
Russia-India | 'ভারতীয় পণ্য না কিনলে..', ট্রাম্পকে বেকায়দায় ফেলে বড় ঘোষণা করল 'বন্ধু' রাশিয়ার!
Singur Nurse | প্রকাশ্যে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্তের রিপোর্ট, জোরালো হচ্ছে আত্মহত্যার সম্ভাবনা
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo