দিল্লিতে গর্ভবতীকে পুড়িয়ে খুনের চেষ্টা!রিপোর্ট তলব করেছে মহিলা কমিশনের

Tuesday, January 10 2023, 8:09 am
highlightKey Highlights

অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সাত মাসের গর্ভবতী মহিলাকে। ঘটনার রিপোর্ট তলব করেছে মহিলা কমিশন।


ফের রাজধানী দিল্লিতে গৃহবধূকে খুনের চেষ্টা। উত্তর পশ্চিম দিল্লি থেকে একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। যেখানে একজন সাত মাসের গর্ভবতী মহিলা অভিযোগ করেছেন যে তাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা আগুন দিয়েছে। সেই মহিলার অভিযোগ অনুযায়ী, সে শ্বশুরবাড়ি থেকে বিয়েতে যে গয়না এনেছিলেন তা ফেরত দিতে অস্বীকৃতি জানালে তার স্বামী তাকে পুড়িয়ে দেয়।

File photo of Delhi Commission for Women Chairperson Swati Maliwal addressing a press conference in New Delhi on 30 September 2022 | ANI
File photo of Delhi Commission for Women Chairperson Swati Maliwal addressing a press conference in New Delhi on 30 September 2022 | ANI

দিল্লি পুলিশ জানিয়েছে যে নির্যাতিতা সাত মাসের গর্ভবতী এবং তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুসবু নামে আহত নির্যাতিতা সাত মাসের অন্তঃসত্ত্বা এবং সে সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। তার স্বামী বীর প্রতাপও জখম হয়েছিলেন। 

Trending Updates

বাওয়ানায়, ৭ মাসের গর্ভবতী মহিলাকে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। মেয়েটি গুরুতর দগ্ধ হয়েছে এবং এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছি। এছাড়াও আমরা নির্যাতিতাকে সব ধরনের সাহায্য করছি, দিল্লিতে অপরাধ বাড়ছে।

মালিওয়ালের টুইট

দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইপিসি ৩০৭ এবং ৪৯৮এ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হবে। সেই নির্যাতিতা মহিলার স্বামী  এখনও পোড়া আঘাতের কারণে হাসপাতালে রয়েছেন। 

pregnant woman
pregnant woman



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File