প্রতিরক্ষা

এলএসি-তে ক্রমাগত চিনা বিমানের আকাশসীমা লঙ্ঘন, ভারত ও চিনের উচ্চ পর্যায়ের বৈঠক

এলএসি-তে ক্রমাগত চিনা বিমানের আকাশসীমা লঙ্ঘন, ভারত ও চিনের উচ্চ পর্যায়ের বৈঠক
Key Highlights

এলএসিতে আকাশসীমা লঙ্ঘন ইস্যুতে চিনের শীর্ষস্থানীয় সামরিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলে করলে দেশের সামরিক বিভাগের আধিকারিকরা।

লাদাখ সীমান্তের ১০ কিলোমিটারের ভিতরে চিনের যুদ্ধবিমান দেখতে পাওয়া যায়। প্রায় সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতের বিমান বাহিনী। লাদাখ সীমান্তে যে কোনও ধরনের উত্তেজনা এড়াতে এই বৈঠক। তবে বৈঠকে দুই দেশের সামরিক বাহিনীর আধিকারিকরা কোনও সিদ্ধান্তে পৌঁচেছেন কি না, জানা যায়নি।

এলএসি সীমান্তে জারি রয়েছে বেশকিছু নিয়ম

এলএসি সীমান্তের দুই প্রান্তেই ১০ কিলোমিটার পর্যন্ত কোনও বিমান উড়তে পারে না। মূলত ভুল বোঝাবুঝি এড়াতে ফিক্সড উইং এয়ারক্র্যাফ্টগুলো সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে উড়তে পারে না। কিন্তু গত ২৫ জুন চিনা যুদ্ধ বিমান জে-১১ কে ভোর চারটের দিকে সীমান্তের খুব কাছে উড়তে দেখা যায়। প্রায় এক মাস ধরে একাধিকবার সীমান্তের খুব কাছে চিনের যুদ্ধবিমানকে উড়তে দেখা যায়। সীমান্তের নিকটবর্তী বিমান ঘাঁটি থেকে মুরাজ ২০০০, মিগ ২৯ সহ একাধিক যুদ্ধবিমানের সাহায্যে ভারত পাল্টা জবাব দেয়।

তিব্বতে চিন বিমান ঘাঁটি নির্মাণ করতে শুরু করেছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশের সীমান্তে চিন রেল পরিষেবা চালু করেছে। চিনের তরফে যদিও জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ পরিষেবা বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই রেল পরিষেবার ফলে চিন সীমান্তে দ্রুত সেনা মজুত করতে পারবে।


Dalai Lama | জারি থাকবে ৬০০ বছরের প্রথা, বাছাই করা হবে ১৫ তম দলাই লামা!
Samik Bhattacharya | বঙ্গ বিজেপির নয়া সভাপতি হলেন শমীক ভট্টাচার্য! বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেলেন সুকান্ত মজুমদারের পদ!
Air India | মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের!
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Axiom Mission 4 Live | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!