দেশ

75th Republic Day of India | ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধবিমান, নারীশক্তি, আদিম সংস্কৃতি!দেখুন কী কী চমক ছিলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে?

75th Republic Day of India | ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধবিমান, নারীশক্তি, আদিম সংস্কৃতি!দেখুন কী কী চমক ছিলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে?
Key Highlights

২৬সে জানুয়ারি, ২০২৪ এ উদযাপন হলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেখুন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানে কী কী হলো।

২০২৪ (2024) এ ৭৫তম বছরে পদার্পণ করলো ভারতের প্রজাতন্ত্র। প্রত্যেক বছরের মত এই বছরেও রাজধানী দিল্লিতে আয়োজিত হয় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India) এর বিশেষ প্যারেড অনুষ্ঠান। ২০২৪ (2024) সালের ২৬ সে জানুয়ারি ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে একাধিক চমক ছিলো দিল্লির কর্তব্য পথে আয়োজিত বর্ণাঢ্য প্যারেডে। দেশের গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর কুচকাওয়াজ, দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চল থেকে বিশেষ ট্যাবলো বাড়িয়ে তোলে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India) এর শোভা। দেখে নেওয়া যাক ২০২৪ এর প্রজাতন্ত্র দিবসের প্যারেড ও ভারতের প্রজাতন্ত্র দিবস সম্পর্কে তথ্য ( Facts about Republic Day of India)।

ভারতীয় সেনাবাহিনীর চমক:

এদিন প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমেই কর্তব্যপথে প্রবেশ করে ৬১ ক্যাভালরি। মেজর যশদীপ আহলাওয়াত সেই দলটির নেতৃত্বে ছিলেন। গোটা বিশ্বের একমাত্র কর্তব্যরত অস্বারোহী রেজিমেন্ট এই ৬১ ক্যাভালরি। এরপরে একে একে কর্তব্যপথ দিয়ে রাষ্ট্রপতিকে স্যালুট করে বের হয় টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, নাগ মিসাইল সিস্টেম, সামরিক সাঁজোয়া যান, পিনাকা মিসাইল, শত্রুর অস্ত্র চিহ্নিতকরণ রাডার 'স্বাতী', ড্রোন জ্যামার সিস্টেম, মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণকারী মিসাইল সিস্টেমের দল।  ভারতী বায়ুসেনার ১০৫ হেলিকপ্টার ইউনিটের এমআই-১৭ পার থেকে পুষ্পবৃষ্টি করা হয় কর্তব্যপথের ওপর। এরপর হয় 'আবাহন'। ১০০-রও বেশি নারীর ব্যান্ড পার্ফর্ম্যান্স হয় সেখানে। দেশের নারী শক্তিকে তুলে ধরতে এই পরিবেশন।  

এবছরের কুচকাওয়াজে আরেক বিশেষত্ব হল ভারতের নারীশক্তির প্রদর্শন। মহিলাদের তিন বাহিনীর একটি দল একত্রে প্যারেডে অংশগ্রহণ করেছে এবারে। তিনটি দলের মধ্যে রয়েছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ এবং নৌ ও বায়ুসেনার সদস্যরা। এদিকে এই প্রথম ২৬ সে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন এক সেনা দম্পতি। দুটি ভিন্ন বাহিনীর সদস্য হিসাবে কর্তব্য পথে কুচকাওয়াজে পা মেলান মেজর জেরি ব্লেইজ এবং ক্যাপ্টেন সুপ্রীতা সি টি। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী কন্টিনজেন্টে ১৪৪ জন এয়ারম্যান এবং ৪ জন অফিসার ছিলেন এবং স্কোয়াড্রন লিডার রশ্মি ঠাকুর নেতৃত্বে দেবেন সেই দলটির। কন্টিনজেন্ট কমান্ডারের পিছনে অতিরিক্ত অফিসার হিসাবে স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব, প্রতিথি আহলুওয়ালিয়া এবং ফ্লাইট লেফটেন্যান্ট কীর্তি রোহিল মার্চ পাস্ট করেন। অন্যদিকে সিআরপিএফ, বিএসএফ এবং সীমা সুরক্ষা বলের ২৬০ জনেরও বেশি মহিলা কর্মী মোটরসাইকেল প্রদর্শনের সময় সাহসী স্টান্ট করেন।  

 ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস (75th Republic Day of India) এ বীরত্বের সম্মান প্রদান করা হয সামরিক বাহিনীর সদস্য এবং শহিদদের পরিবারকে। এবারে পরমবীর চক্রে ভূষিত হন অবসরপ্রাপ্ত সুবেদার মেজর (সাম্মানিক ক্যাপ্টেন) যোগেন্দ্র সিং যাদব এবং অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সঞ্জয় কুমার। এদিকে অশোক চক্রে ভূষিত হন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিএ পিঠাওয়ালা, কর্নেল ডি শ্রীরাম কুমার এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জসরাম সিং।  

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার ৪৬টি বিমানের ফ্লাইপাস্টের মাধ্যমে আজকের প্যারেড অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিমান বাহিনীর বহরে ছিল ২৯টি যুদ্ধবিমান, ৭টি পরিবহন বিমান, ৯টি হেলিকপ্টার এবং ১টি হেরিটেজ বিমান। প্রথমবারের মতো দেশে তৈরি ৪টি তেজস বিমান ফ্লাইপাস্ট করে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে।  প্যারেড শেষে ত্রিশূল ফর্মেশনে রাইসিনা হিলস এবং কর্তব্যপথের ওপর দিয়ে যায় তিনটি সুখোই যুদ্ধবিমান। ফ্লাই পাস্টে অংশ নেয় একটি রাফাল যুদ্ধবিমানও। ঘণ্টায় ৯০০ কিমি গতিবেগে উড়ে যায় যুদ্ধবিমানগুলি। 

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো:

এদিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মোট ১৬টি, কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলির ৯টি ট্যাবলো কুচকাওয়াজের সময় কর্তব্য পথে দেখা যায়। এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, হরিয়ানা, মণিপুর, মধ্যপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, লাদাখ, তামিলনাড়ু, গুজরাত, মেঘালয়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং তেলঙ্গনা।

২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসের জন্য ‘বিকশিত ভারত’ ও ‘ভারত - লোকতন্ত্রের মাতৃকা’ থিম দুটি বেছে নেওয়া হয়েছে। সেই সুর ধরেই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বাছাই করা ট্যাবলো ছিলো ২৬ জানুয়ারির কর্তব্যপথে। এক নজরে দেখে নেওয়া যাক সেইসব ট্যাবলোর দিকে।

  •  অরুণাচল প্রদেশ: ‘বিকশিত ভারত’ থিমের সুর ধরে অরুণাচল প্রদেশ থেকে এসেছে বিশেষ ট্যাবলো। অংশগ্রহণ করেছে বুগুন কমিউনিটি রিজার্ভ।
  • হরিয়ানা: ‘আমার পরিবার আমার পরিচয়’ হরিয়ানার ট্যাবলোর থিম। ৭৫তম প্রজাতন্ত্র দিবসে এই ভাবনা থেকেই ট্যাবলোর আয়োজন করেছে দিল্লির পড়শি রাজ্য।
  •  মণিপুর: উত্তেজিত মণিপুরের বিশেষ ট্যাবলোর থিম থাম্বাল জি লাংলা - পদ্মের দ্বারা বিশেষ কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে।
  • মধ্যপ্রদেশ: স্বনির্ভর মহিলাদের কথা  তুলে ধরে মধ্যপ্রদেশের ট্যাবলো। সঙ্গে থাকছে ‘বিকশিত ভারত’ থিমের সুর।
  • ওড়িশা: ‘বিকশিত ভারত’ থিমের সুরেই ওড়িশার ট্যাবলো নারীশক্তির কথা তুলে ধরে।
  • ছত্তিশগড়: স্থানীয় আদিবাসী সংস্কৃতির দৃশ্য দেখা যায় কর্তব্যপথে। ‘বস্তার মুরিয়া দরবারের আদিম জনসংসদ’কে তুলে ধরে ছত্তিশগড়ের ট্যাবলো।
  • রাজস্থান: রাজস্থানের আইকনিক টিউন ‘পাধারো মারে দেশ’ এইবারের ট্যাবলো। মূল সুর ‘বিকশিত ভারত’।
  •  মহারাষ্ট্র: ছত্রপতি শিবাজি মহারাজকে ফুটিয়ে তোলা হয় এই ট্যাবলোয়। 
  • অন্ধ্রপ্রদেশ: স্কুলস্তরের শিক্ষাকে এবারের থিম করেছে অন্ধ্রপ্রদেশ। 
  • লাদাখ: লাদাখের মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠার কাহিনি বলে এই ট্যাবলো।
  • তামিলনাডু: প্রজাতান্ত্রিক কাঠামোর জননী কুদাভোলাই ব্যবস্থা। প্রাচীন তামিলনাডুর সেই সংস্কৃতিকে দেখা যায় ২৬ জানুয়ারির কর্তব্যপথে।
  • গুজরাট: গুজরাটের সীমান্ত এলাকার পর্যটন ধোরদোকে ফুটিয়ে তোলা হয় এই ট্যাবলোতে।
  • মেঘালয়: মেঘালয়ের ক্রমবর্ধমান পর্যটনশিল্প ফুটে ওঠে এবারের ট্যাবলোতে।
  • ঝাড়খণ্ড: তসর সিল্কের সমৃদ্ধ শিল্পকে তাদের ট্যাবলোয় ফুটিয়ে তোলে ঝাড়খণ্ড। 
  • উত্তরপ্রদেশ: অযোধ্যার সমৃদ্ধ ভিরাসতকে ফুটিয়ে তোলে উত্তরপ্রদেশের ট্যাবলো। 
  • তেলেঙ্গানা: তেলেঙ্গানার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাহিনী বলে এবারের বিশেষ ট্যাবলো।

উল্লেখ্য,  ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয় ফরাসি সামরিক বাহিনী। ৩০ সদস্যের ফরাসি সামরিক ব্যান্ডের দলটি কর্তব্যপথের প্যারেডে অংশ নেয়। ক্যাপ্টেন খুরদা সেই ব্যান্ডের নেতৃত্বে ছিলেন। এছাড়া ৯০ সদস্যের ফরাসি সামরিক বাহিনীর আরও একটি দল থাকে প্যারেডে। সেই দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন নোয়েল। সেই সময় ফরাসি বায়ুসেনার একটি ট্যাঙ্কার পরিবহণ বিমান এবং দু'টি রাফাল জেট উড়ে যায় আকাশপথে। এদিকে ফ্রান্সের সামরিক বাহিনীর দলের সঙ্গে ভারতের ৬ কর্মকর্তা প্যারেডে অংশগ্রহণ করেন।


Ambassador Car | নতুন রূপে ফের বাজার দাপাতে আসছে 'কিং অব দ্য ইন্ডিয়ান রোড’! আসছে অ্যাম্বাসেডরের ইলেকট্রিক ভার্সন!
Weather WB Update | শনিবার সন্ধ্যে থেকেই বদলাবে কলকাতা ও জেলার আবহাওয়া! সাইক্লোন ‘রেমাল’ নিয়ে আপডেট দিলো হাওয়া অফিস!
Prafulla Dhariwal | চ্যাটজিপিটি-4o এর সাফল্যের নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত! 'তাঁকে ছাড়া সম্ভব হতো না' জানালেন স্যাম অল্টম্যান!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
আজকের সেরা খবর | উদ্বেগ বাড়াচ্ছে করোনার 'ফ্লার্ট''! বঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay