IPL 2024 | আইপিএলে প্লে অফ নিশ্চিত করলো চার দল! কোন দল কার বিরুদ্ধে খেলবে? ফাইনালে কোন দল যাবে জানালেন হরভজন!
চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলের প্লে-অফে চতুর্থ দল হিসাবে নিজেদের জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএল প্লে অফের চারটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। কেকেআর, রাজস্থান, আরসিবি ও সানরাইজার্স।
শনিবার আইপিএল প্লেঅফ (IPL Playoffs)এর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থ আইপিএল প্লে অফ দল (ipl playoff teams)হিসাবে নিজেদের জায়গা পাকা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় এক মাস লড়াই করে আরসিবি রাজকীয় প্রত্যাবর্তন করে নাটকীয় ভাবে প্লে অফে জায়গা করে নিয়েছে। নিশ্চিত হয়ে গিয়েছে প্লে অফের চারটি দল কেকেআর, রাজস্থান, আরসিবি ও সানরাইজার্স। তাহলে কে কার বিরুদ্ধে খেলবে?
লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। কেকেআর কোন দলের বিরুদ্ধে খেলবে তা আজ, রবিবারের দুটি ম্যাচের উপর নির্ভর করছে। আজ কেকেআর খেলবে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এই ম্যাচ হারলেও কেকেআর শীর্ষস্থানেই থাকবে। ফলে কেকেআরের উপর এখন আর হার-জিতের কোনও প্রভাব পড়বে না। চলতি মরশুমে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলেছে কেকেআর।আগামী মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে কেকেআর। আইপিএল কোয়ালিফায়ার দল (ipl qualifier team) হিসেবে ওই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবেন শ্রেয়স আইয়াররা।
এখন প্রশ্ন হলো ওই কোয়ালিফায়ারে নাইটদের প্রতিপক্ষ কে হবে? এটা ঠিক হবে আজকের দুই ম্যাচের উপর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ (SRH) জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুনম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষও হবে হায়দরাবাদ। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দু নম্বরে থেকে যাবে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু রবিবার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজ, রবিবারে কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিরুদ্ধে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।
অন্যদিকে, ১আরসিবি আইপিএল প্লে অফ দল (ipl playoff teams)হিসাবে চার নম্বরে থাকবে সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে তাঁদের খেলতে হবে এলিমিনেটরে। এলিমিনেটরে বিরাটদের প্রতিপক্ষ কে হবে সেটাও ঠিক হবে আজকের দুই ম্যাচের পর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুনম্বরে। সেক্ষেত্রে বিরাটদের প্রতিপক্ষও হবে রাজস্থান। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দু নম্বরে থেকে যাবে। সেক্ষেত্রে বিরাটদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ। কিন্তু রবিবার যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে বিরাটদের প্রতিপক্ষও হবেন ট্রেভিস হেডরা। এই ম্যাচ যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যারা জিতবে তারা ফাইনালে ওঠার জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে।
চলতি আইপিএলে কোন কোন খেলবে সেই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেছেন ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ সালে এক দিনের বিশ্বকাপজয়ী ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে, কলকাতা ও বেঙ্গালুরু ফাইনাল খেলবে। সেটা হলে আবার কোহলি ও গৌতম গম্ভীর মুখোমুখি হবে। বেঙ্গালুরু চ্যাম্পিয়নও হতে পারে। তবে তার জন্য ওদের খুব পরিশ্রম করতে হবে। যদি একই রকম এনার্জি নিয়ে ওরা খেলে তা হলে বিরাটদের আটকানো খুব কঠিন হবে।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল ফাইনাল
- আইপিএল ২০২৪
- আইপিএল
- আইপিএল
- ক্রিকেট