দেশ

Police Medal: স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রকের পদক বাংলার আট পুলিশকর্মীকে

Police Medal: স্বাধীনতা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রকের পদক বাংলার আট পুলিশকর্মীকে
Key Highlights

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১৫ জনকে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদক দিয়ে সম্মাননা জানাবেন।

তদন্তের ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ পরিষেবা পদকের জন্য বৃহস্পতিবার ১৫১ পুলিশকর্মীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের আট জন। এই বিশেষ ১৫১ জনের তালিকায় মহিলার সংখ্যা ২৮। তালিকার শীর্ষে রয়েছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১৫ জনকে এ বার ৭৫ তম স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক দিয়ে সম্মাননা জানানো হবে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র পুলিশ। ওই রাজ্যের ১১ জন এ বার পাচ্ছেন পুলিশ পদক।

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ - বিজেপি-শাসিত এই দুই রাজ্যের ১০ জন করে পুলিশকর্মীকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন তিন বিরোধী-শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল ও রাজস্থানের আট জন করে পুলিশকর্মী।

প্রতি বছর ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পুলিশ পদক এবং স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক দিয়ে সম্মানিত করা হয় পুলিশকর্মীদের। সেই তালিকায় থাকেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর আধিকারিক এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যেরা। প্রাথমিক ভাবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় বাহিনীর সুপারিশের ভিত্তিতেই পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়।