প্রেমে- অভিমানে প্রথমবার জুটি বাঁধলেন যশ -এনা! নববর্ষের দিন ছবির প্রথম গান প্রকাশ্যে এলো

Sunday, April 17 2022, 9:32 am
highlightKey Highlights

প্রথমবার চিনে বাদাম'-এর হাত ধরে জুটিতে যশ দাশগুপ্ত ও এনা সাহা। কেমন জমেছে এই নতুন জুটির রসায়ন?


গত ২৬শে অগাস্ট 'চিনে বাদাম' এর শুভ মহরৎ সুসম্পন্ন হয়েছিল। নববর্ষের দিন প্রকাশ্যে এলো 'চিনে বাদাম' ছবির প্রথম গান 'হারিয়ে যাও যদি ভিড়ে'। 

এক মিষ্টি প্রেমের গানে পর্দায় ফুটে উঠল নতুন জুটি যশ-এনার রসায়ন

শিলাদিত্য পরিচালিত প্রকাশ্যে আসা এই নতুন গানের কথা ও সুর দিয়েছেন সৌম্য ঋত। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌভিক বসু। এবং এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় এবং সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। 

Trending Updates
 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানের টিম 
 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানের টিম 

 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানের লাইন টি শুনেই বোঝা যাচ্ছে এটি একটি মিষ্টি প্রেমের গান, তবে এই গানে একাধারে যেমন প্রেম রয়েছে সেরকমই অভিমান, বিরহ সবটাই ফুটে উঠেছে। কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় ও মনোরম প্রাকৃতিক দৃশ্যে যশ-এনার রসায়ন ও বেশ ফুঁটে উঠেছে পর্দায়। ভূস্বর্গ ও তিলোত্তমা, দু'জায়গায় হয়েছে এই গানের শ্যুটিং। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File