R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
দাবা বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় রাউন্ডও ড্র। বিশ্বের এক নম্বর দাবাড়ুকে পরাজিত করতে ২৪সে অগাস্ট কার্লসেনের মুখোমুখি ভারতের কনিষ্ঠতম দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ।
গোটা বিশ্বকে তাক লাগিয়ে ইতিহাস গড়ার পথে ১৮ বছরের এই তরুণ। বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবার বিশ্বকাপ ফাইনালে (World Chess Final) পৌঁছন রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। দাবার বিশ্বকাপ ফাইনালের প্রথম গেমে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) সঙ্গে ড্র-ও করেন ভারতীয় বিস্ময় বালক আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। গতকাল অর্থাৎ ২৩ সে অগাস্ট বুধবার ফাইনালের দ্বিতীয় গেমেও ম্যাগনাস কার্লসেনকে ফের কড়া টক্কর দিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। দাবা বিশ্বকাপের ফাইনালের দ্বিতীয় ক্লাসিক্যাল রাউন্ডের খেলাও ড্র হয়। ফলে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ বনাম নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বুদ্ধি খেলার লড়াইয়ের ফয়সালা হবে আজ, ২৪ সে অগাস্ট বৃহস্পতিবার টাইব্রেকারে।
রোগা, ছিপছিপে চেহারার কৃষ্ণবর্ণ, কপালে তিলক লাগানো, মাথার চুল নিপাট ভদ্রভাবে আচড়ানো, স্বভাবতই স্বল্পভাষী, ধীর এবং লক্ষ্য স্থির, খুবই সাধারণ তরুণ রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। বর্তমানের আর পাঁচটা ১৮ বছরের তরুণের মতো মোটেই নন প্রজ্ঞানন্দ। তাই জন্যই হয়তো আজ গোটা দেশ তাঁকে নিয়ে গর্বিত। বিশ্বনাথন আনন্দের পর দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন এই তরুণ দাবাড়ু। এরপর আজ বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে ফের ইতিহাস গড়তে চলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। কিন্তু কে এই রমেশবাবু প্রজ্ঞানন্দ?
রমেশবাবু প্রজ্ঞানন্দর জন্ম ও ছেলেবেলা । Birth and Childhood of Ramesh Babu Pragyananda :
২০০৫ সালে ১০ই অগাস্ট তামিলনাড়ুর চেন্নাইতে (Chennai, Tamil Nadu) জন্মগ্রহণ করেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। খুবই সাধারণ পরিবারের সন্তান প্রজ্ঞানন্দ।বাবা রমেশবাবু, টিএনএসসি ব্যাঙ্কে একজন শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত এবং মা নাগলক্ষ্মী একজন গৃহিণী। তবে কেবল রমেশবাবু প্রজ্ঞানন্দই নন, দিদি বৈশালী রমেশবাবুও (Grandmaster Vaishali Ramesh Babu ) একজন প্রখ্যাত দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ছোট ভাই প্রজ্ঞানন্দ।
ছোট বেলার থেকেই দাবাতে প্রতিভা দেখতে শুরু করেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ২০১৩ সালে মাত্র সাত বছর বয়সে অনূর্ধ্ব-৮ ওয়ার্ল্ড ইউথ চেস চ্যাম্পিয়নশিপে (Youth Chess Championship) চ্যাম্পিয়ন হন। মাত্র ১০ বছর বয়সেই সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হন তিনি। এরপর ১২ বছর বয়সে দ্বিতীয়-কনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হন। এয়ারথিংস মাস্টার্স ফাস্ট দাবা টুর্নামেন্টে (Airthings Masters Fast Chess Tournament) দ্রুত খেলায় বিশ্বের একনম্বর দাবাড়ু কার্লসেনকে পরাজিত করেন প্রজ্ঞানন্দ। তিনি ২০১৬ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হিসেবে স্থানও অর্জন করেন কনিষ্ঠতম দাবাড়ু।
দাবাড়ু পেশা । Chess Profession :
রমেশবাবু প্রজ্ঞানন্দ ছোটবেলার থেকেই নানান দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় লাভ করেছেন। বর্তমানে ভারতের কনিষ্ঠতম দাবাড়ুর খেতাব অর্জনের পাশাপাশি রমেশবাবু প্রজ্ঞানন্দর দাবাড়ু পেশায় রয়েছে একাধিক শিরোপা।
- ২০১৩ সালে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-8 (Under-8) শিরোপা জিতিছেন এবং এফআইডিই মাস্টার (FIDE Master) খেতাব অর্জন করেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।
- ২০১৫ সালে তিনি অনূর্ধ্ব-১০ (Under-10) শিরোপা জিতেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।
- ২০১৬ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হন প্রজ্ঞানন্দ।
- ২০১৭ সালে নভেম্বরে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে (World Junior Chess Championship) তিনি প্রথম স্থানের খেতাব জয় করেন।
- ২০১৮ সালে ১৭ই এপ্রিল গ্রীসে হেরাক্লিয়ন ফিশার মেমোরিয়াল জিএম নর্ম টুর্নামেন্টে (Heraklion Fisher Memorial GM Norm Tournament in Greece) দ্বিতীয় আদর্শ অর্জন করেন এবং তিনি অভিমন্যু মিশ্র (Abhimanyu Mishra), সের্গেই কার্জাকিন (Sergey Karjakin), গুকেশ ডি (Gukesh D) এবং জাভোখির সিন্দারভের (Javokhir Sindarov) পরে পঞ্চম-কনিষ্ঠ ব্যক্তি গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জনকারী করেন।
- ২০১৮ সালে, প্রজ্ঞানন্দকে স্পেনের ম্যাজিস্ট্রাল ডি লিওন মাস্টার্সে (Magisterial de Leon Masters) ওয়েসলি সো-এর (Wesley So) বিরুদ্ধে চারটি গেমের দ্রুত ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে তিনি প্রথম খেলায় সো-কে পরাজিত করেন এবং তিনটি খেলার পর স্কোর 1½–1½ এ টাই হয়। শেষ খেলায় 2½–1½ ব্যবধানে প্রতিদ্বন্দীকে পরাজিত করেন প্রজ্ঞানন্দ।
- ২০১৮ সালে জানুয়ারীতে নর্থ ক্যারোলিনার শার্লট-এ (Charlotte Chess Center in Charlotte) অনুষ্ঠিত শার্লট চেস সেন্টারের আয়োজিত ২০১৮ জিএম নর্ম ইনভাইটেশনাল-এ (GM Norm Invitational ) ৫.০/৯ স্কোর নিয়ে প্রজ্ঞানন্দ তৃতীয় স্থান অর্জন করেনা।
- ২০১৯ সালের জুলাই -এ, প্রজ্ঞানন্দ ৮½/১০ পয়েন্ট (+৭–০=৩) স্কোর করে ডেনমার্কে ওপেন চ্যালেঞ্জ-এ যেতেন।
- ২০১৯ এর ১২ই অক্টোবরে তিনি অনূর্ধ্ব-১৮ ৯/১১ স্কোর নিয়ে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
- ২০১৯ সালে ডিসেম্বরে তিনি ১৪ বছর বয়সে ২৬০০ রেটিং অর্জনকারী দ্বিতীয়-কনিষ্ঠ দাবাড়ুর পদ লাভ করেন।
দাবা বিশ্বকাপ ২০২৩ । Chess FIDE World Cup 2023:
আন্তর্জাতিক দাবা ফেডারেশনের বিশ্বচ্যাম্পিয়নশিপ (Chess Federation World Championship) অনুষ্ঠিত হচ্ছে আজারবাইজানের বাকুতে (Baku, Azerbaijan)। এখানেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই ১৮ বছর বয়সি প্রজ্ঞানন্দ। এই টুর্নামেন্টে প্রজ্ঞানন্দ ফাইনালে যাওয়ার আগে বিশ্বের তিন নম্বর স্থানে থাকা দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানারোর (Fabiano Caruana) সামনে পড়েন।তবে সবাইকে অবাক করে দিয়ে ট্রাইব্রেকে ম্যাচ জয় করেন ভারতের বিস্ময় তারকা। এরপর ফাইনাল ম্যাচে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হন প্রজ্ঞানন্দ।
২০২৩ এর বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বুধবার মুখোমুখি হন বিশ্বের এক নম্বৰ ও তেইশ নম্বর দাবাড়ু। তবে সাদা ঘুঁটি নিয়ে খেলেও ড্র করেন কার্লসেন। বিশ্বের এক নম্বর দাবাড়ুর পঞ্চম চাল ছিল সেটি। তার পরে আরও ২৫ চালের খেলা হয়। তারপরে শেষে ড্রয়ের সিদ্ধান্ত নেন দুই খেলোয়াড়। তবে তরুণ ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দ জানান, কার্লসেন ড্রয়ের জন্যই খেলছেন। তার এই মনোভাব মাত্র পাঁচটি চালের পরে বুঝে গিয়েছিলেন প্রজ্ঞানন্দ। এই প্রসঙ্গে ম্যাচ শেষে সাক্ষাৎকারে প্রজ্ঞানন্দ বলেন, যখন কার্লসেন এনএক্সডি৪ চাল দেন তখনই রমেশবাবু বুঝে গিয়েছিলেন ড্রয়ের জন্য খেলছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু।
আমি ভেবেছিলাম কার্লসেন এত তাড়াতাড়ি ড্রয়ের জন্য খেলবেন না। কিন্তু যখন উনি এনএক্সডি৪ চাল দিলেন, তখনই বুঝে গেলাম যে কার্লসেনও ড্রয়ের জন্য খেলছেন।
উল্লেখ্য, বুধবার বিশ্ব দাবা ফাইনালের দ্বিতীয় ম্যাচের আগে বিশ্বের এক নম্বর কার্লসেন জানান, খাবারের বিষক্রিয়ায় জেরে অসুস্থ তিনি। পেটের সমস্যার কারণে দুর্বলতা তিনি। যার ফলে খেলতে মনোযোগ দিতে পারছেন না তিনি। কার্লসেনের শারীরিক অসুস্থতার কারণেই বুধবারের ম্যাচও ড্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মনে করছেন প্রজ্ঞানন্দ-সহ সম্পর্কিত মহল। তবে আজ, বৃহস্পতিবার টাইব্রেকারে হবে ম্যাচের ফয়সালা। বৃহস্পতিবার টাইব্রেকারের ম্যাচে প্রথমে ২৫ মিনিট করে দু’টি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন দুই প্রতিদ্বন্দ্বী। সেখানে ফয়সালা না হলে ১০ মিনিট করে দু’টি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন। সেখানেও যদি ফয়সালা না হয় তা হলে ১০ মিনিট করে দু’টি ব্লিৎজ় প্রতিযোগিতা হবে। যদি সেই খেলাতেও জয়ী পাওয়া না যায় তা হলে আরও একটি ব্লিৎজ় প্রতিযোগিতা হবে। যতক্ষণ না একজন জিতছেন ততক্ষণ সেই প্রতিযোগিতা চলবে।
ফলে আজ গোটা দেশবাসীর সব আশা, প্রার্থনা রয়েছে প্রজ্ঞানন্দের সঙ্গে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর সফল অবতরণের পর ২৩ সে অগাস্ট ইতিহাস গড়েছে ভারত। এর পরের দিনই বুদ্ধির খেলায় বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ বাজিমাত করে ভারতের কনিষ্ঠতম দাবাড়ু ইতিহাস তৈরী করতে পারবেন কি না সেই দিকেই তাকিয়ে গোটা দেশ।
- Related topics -
- খেলাধুলা
- জীবন ও জীবনী
- ভারত
- রমেশবাবু প্রজ্ঞানন্দ
- বিশ্ব চ্যাম্পিয়ন