রাজ্য

Newtown Flyyover Accident | উড়ালপুলের কাজে ব্যবহৃত যন্ত্রে পিষে মৃত্যু মহিলার! পলাতক চালক!

Newtown Flyyover Accident | উড়ালপুলের কাজে ব্যবহৃত যন্ত্রে পিষে মৃত্যু মহিলার! পলাতক চালক!
Key Highlights

ঘুমের মধ্যেই পিষে মৃত্যু ভবঘুরে মহিলার। পিষে দিয়ে গেল উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার।

নিউ টাউনের (Newtown) মহিষবাথান এলাকায় নির্মীয়মাণ উড়ালপুলের (Flyover) নীচে ঘুমের মধ্যেই পিষে মৃত্যু ভবঘুরে মহিলার! উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার যন্ত্রের নীচে চাপা পড়ে মৃত্যু।

সূত্রের খবর, কয়েক মাস ধরে লোহাপুল চত্বরের ফুটপাতে থাকছিলেন ওই মহিলা। দিন ভোর এদিক ওদিক ঘুরে মাঝে মাঝে উড়ালপুলের নীচেই শুয়ে থাকতেন তিনি। বুধবারও তিনি উড়ালপুলের নীচেই চাদর চাপা দিয়ে শুয়েছিলেন। সেদিন বিকেলে কাজের জন্য বুম লিফ্টারটি চালু করেন চালক। পুলিশের অনুমান, ওই মহিলা যে যন্ত্রটির পিছনে শুয়েছিলেন, তা খেয়াল করেননি চালক। যার ফলে যখন বুম লিফ্টারটি এগিয়ে পিছিয়ে কাজ করছিলো তখনই ওই মহিলা পিষ্ট হয়ে যান বুম লিফ্টারে।  

ঘটনার পরেই এলাকা জুড়ে শুরু হয়ে যায় হইচই। ঘটনাস্থলে তৎক্ষণাৎ চলে আসে আশেপাশের লোকজন। পরে পুলিশ এসে বুম লিফ্টারের চাকার নীচ থেকে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই পলাতক বুম লিফ্টারের চালক। তবে আটক করা হয়েছে লিফ্টারটি।

স্থানীয় সূত্রে খবর, উড়ালপুলের নীচের চা-খাবারের দোকানগুলির সামনে প্রায়ই যেতেন ওই ভবঘুরে মহিলা। দুর্ঘটনার দিন অর্থাৎ বুধবারও সেই চায়ের দোকান থেকে তাকে খাওয়ার জন্য বিস্কুট দেওয়া হয়। মহিলার কথা স্থানীয়রা কেউ বুঝতেন না, যার ফলে ইশারা-ইঙ্গিত দিয়েই তিনি মনের ভাব প্রকাশ করতেন।

উল্লেখ্য, নিউ টাউনের মহিষবাথান থেকে পোলেনাইট এলাকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই উড়ালপুলটি তৈরি করছে হিডকো (Hidco)। বুধবার উড়ালপুলের নীচের অংশে কাজ করা হচ্ছিলো বুম লিফ্টারের মাধ্যমে । বুধবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় হিডকোর এক শীর্ষ কর্তা জানান, ওই মহিলাকে খেয়াল করেননি চালক। যার ফলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।


Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
Neeraj Chopra | সোনা জিতে মরশুম শুরু 'সোনার ছেলে' নীরজের! ৮৪.৫২ মিটার জ্যাভলিন ছুড়ে জিতলেন শীর্ষপদ!
Chhattisgarh | ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত ১৩ বছরের নাবালক!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
Noboborsho | ১লা বৈশাখের সূচনা নাকি করেছিলেন স্বয়ং সম্রাট আকবর! জেনে নিন বাংলা নববর্ষের ইতিকথা