রাজ্য

Newtown Flyyover Accident | উড়ালপুলের কাজে ব্যবহৃত যন্ত্রে পিষে মৃত্যু মহিলার! পলাতক চালক!

Newtown Flyyover Accident | উড়ালপুলের কাজে ব্যবহৃত যন্ত্রে পিষে মৃত্যু মহিলার! পলাতক চালক!
Key Highlights

ঘুমের মধ্যেই পিষে মৃত্যু ভবঘুরে মহিলার। পিষে দিয়ে গেল উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার।

নিউ টাউনের (Newtown) মহিষবাথান এলাকায় নির্মীয়মাণ উড়ালপুলের (Flyover) নীচে ঘুমের মধ্যেই পিষে মৃত্যু ভবঘুরে মহিলার! উড়ালপুলের কাজে ব্যবহৃত বুম লিফ্টার যন্ত্রের নীচে চাপা পড়ে মৃত্যু।

সূত্রের খবর, কয়েক মাস ধরে লোহাপুল চত্বরের ফুটপাতে থাকছিলেন ওই মহিলা। দিন ভোর এদিক ওদিক ঘুরে মাঝে মাঝে উড়ালপুলের নীচেই শুয়ে থাকতেন তিনি। বুধবারও তিনি উড়ালপুলের নীচেই চাদর চাপা দিয়ে শুয়েছিলেন। সেদিন বিকেলে কাজের জন্য বুম লিফ্টারটি চালু করেন চালক। পুলিশের অনুমান, ওই মহিলা যে যন্ত্রটির পিছনে শুয়েছিলেন, তা খেয়াল করেননি চালক। যার ফলে যখন বুম লিফ্টারটি এগিয়ে পিছিয়ে কাজ করছিলো তখনই ওই মহিলা পিষ্ট হয়ে যান বুম লিফ্টারে।  

ঘটনার পরেই এলাকা জুড়ে শুরু হয়ে যায় হইচই। ঘটনাস্থলে তৎক্ষণাৎ চলে আসে আশেপাশের লোকজন। পরে পুলিশ এসে বুম লিফ্টারের চাকার নীচ থেকে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই পলাতক বুম লিফ্টারের চালক। তবে আটক করা হয়েছে লিফ্টারটি।

স্থানীয় সূত্রে খবর, উড়ালপুলের নীচের চা-খাবারের দোকানগুলির সামনে প্রায়ই যেতেন ওই ভবঘুরে মহিলা। দুর্ঘটনার দিন অর্থাৎ বুধবারও সেই চায়ের দোকান থেকে তাকে খাওয়ার জন্য বিস্কুট দেওয়া হয়। মহিলার কথা স্থানীয়রা কেউ বুঝতেন না, যার ফলে ইশারা-ইঙ্গিত দিয়েই তিনি মনের ভাব প্রকাশ করতেন।

উল্লেখ্য, নিউ টাউনের মহিষবাথান থেকে পোলেনাইট এলাকার মধ্যে যোগাযোগ রক্ষাকারী ওই উড়ালপুলটি তৈরি করছে হিডকো (Hidco)। বুধবার উড়ালপুলের নীচের অংশে কাজ করা হচ্ছিলো বুম লিফ্টারের মাধ্যমে । বুধবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় হিডকোর এক শীর্ষ কর্তা জানান, ওই মহিলাকে খেয়াল করেননি চালক। যার ফলেই এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে।


Jaipur | জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ আগুন! মৃত্যু ICU-তে থাকা ৬ রোগীর!
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
Weather Update | নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগ, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo