ক্রাইম

গত মঙ্গলবার মহানগরী কলকাতায় ধর্ষণ, বৃহস্পতিবার উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায় করা হয়

গত মঙ্গলবার মহানগরী কলকাতায় ধর্ষণ, বৃহস্পতিবার উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ দায় করা হয়
Key Highlights

কলকাতায় ধর্ষিত প্রৌঢ়া বাউল শিল্পী। ঘটনাটি গত মঙ্গলবার উল্টোডাঙার ডালপট্টি এলাকায় ঘটেছে। এই ঘটনার জেরে কলকাতায় মহিলাদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে।

রাতের কলকাতায় ধর্ষণের শিকার প্রৌঢ়া বাউল শিল্পী। এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এই বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে মাত্র ১০০০ টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নিতে বলেন ওই থানার আধিকারিকরা।

থানায় দায় করা হয়েছে অভিযোগ, হয়েছে মেডিক্যাল পরীক্ষাও

থানায় অভিযোগ না নেওয়ার জেরে ওই ধর্ষিত মহিলার পরিচিতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে বিষয়টি তুলে ধরে অভিযোগ গ্রহণ করে পুলিশ। নেওয়া হয় লিখিত অভিযোগ। এরপর ওই ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 

নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি একজন সরকারি ভাতাপ্রাপ্ত বাউলশিল্পী। মঙ্গলবার উলটোডাঙার ডালপট্টিতে দরকারি কাজে গিয়েছিলেন তিনি। দুপুরে ফেরার সময় তাঁর গলায় ধারাল অস্ত্র ধরে রেল লাইনের ধারে জনবিরল জায়গায় নিয়ে যায় এক দুষ্কৃতী। সেখানে মহিলার কাছ থেকে গয়না ও টাকা লুঠ করে তারপর তাঁকে ধর্ষণ করে ওই দুষ্কৃতী। ঘটনার কথা কাউকে জানালে মহিলাকে খুনের হুমকিও দেয় ওই অভিযুক্ত ব্যক্তি।

দুইদিন আগে ঘটে যাওয়া এই ঘটনার এখনও পর্যন্ত কোন সুরাহা করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ জানানো হলে তখন সেখানে কর্তব্যরত এক আধিকারিক তাঁকে বলেন, এই ঘটনার তদন্তে সমস্যা আছে। ১০০০ টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে ফেলতে বলেন তিনি। তবে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে এই নির্মম ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ছে রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা।


Kolkata Metro Fare | হাওড়া ময়দান-সেক্টর ফাইভ 'রেট চার্ট' বসলো মেট্রো স্টেশনগুলিতে, কত ভাড়া দেবেন আপনি?
Russia-India | 'ভারতীয় পণ্য না কিনলে..', ট্রাম্পকে বেকায়দায় ফেলে বড় ঘোষণা করল 'বন্ধু' রাশিয়ার!
Madhyamgram Blast | প্রেমের টানেই সচ্চিদানন্দ মধ্যমগ্রামে আসে? বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য এলো পুলিশের হাতে
Putin-Modi | ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে মোদিকে ফোন পুতিনের! কীসের জন্য নমোকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট?
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar