দীর্ঘ প্রতীক্ষার হল অবসান!! অবশেষে ঘোষিত হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি 'বেলাশুরু'র মুক্তির দিন

Thursday, November 18 2021, 4:20 pm
highlightKey Highlights

২০১৫ সালে ‘বেলাশেষে’ ব্লকবাস্টার হিট হবার পরই শিবু-নন্দিতা জুটি বেলাশেষের সিকুয়েল বানানোর সিদ্ধান্ত নেয়। সেই মতোই তৈরি হয় 'বেলাশুরু'।


কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ বার্ষিকীর পরের দিন ই ঘোষিত হল তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'বেলাশুরু'র মুক্তির দিন

গত ১৫ই নভেম্বর ছিল কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ বার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীর পরেই অভিনেতার অভিনীত শেষ ছবি 'বেলাশুরু'-র রিলিজ ডেট ঘোষণা করলো উইন্ডোজ প্রোডাকশন।

প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রয়াত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

আগামী বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনেই মুক্তি পেতে চলেছে 'বেলাশুরু'

'বেলাশেষে'র সিকুয়েলে বানানো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ও প্রযোজিত ছবি বেলাশুরু'র মুখ্য চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকে। পরিচালক জুটি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আগামী বছর ১৯শে জানুয়ারি অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিনই ছবিটি রিলিজের ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে পরিচালক শিবপ্রসাদ এপ্রসঙ্গে বলেছেন কোনো কারণবশত যদি ১৯শে জানুয়ারি ছবিটি রিলিজ না হয় সেক্ষেত্রে ২৮ মে ছবিটি মুক্তি পাবে। 

পরিচালক শিবপ্রসাদ-নন্দিতার সাথে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত
পরিচালক শিবপ্রসাদ-নন্দিতার সাথে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File