India-Pakistan Ceasefire | কেন ভারত-পাক সংঘর্ষ বিরতির জন্য মধ্যস্থতা করে আমেরিকা? নেপথ্যে কোন ‘উদ্বেগজনক’ তথ্য?
Monday, May 12 2025, 1:17 pm

CNN সূত্রে খবর, ভান্স গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পান, যা তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান।
ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির জন্য কেন মধ্যস্থতা করেছে আমেরিকা? প্রথমে জেডি ভান্স বলেছিলেন, এই সংঘর্ষে আমেরিকার কিছু করার নেই। কিন্তু তার পরেরদিন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করেন। CNN সূত্রে খবর, ভান্স গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য পান, যা তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান। এরপর প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানান যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত যদি সপ্তাহের শেষভাগ পর্যন্ত চলতে থাকে, তবে সেই সংঘাত নাটকীয়ভাবে ব্যাপক বাড়বে এবং চাঞ্চল্য়কর মোড় আসবে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- মার্কিন যুক্তরাষ্ট্র
- আমেরিকা
- যুদ্ধ
- ডোনাল্ড ট্রাম্প