কে হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী?
ইমরান খানের পদত্যাগ! পাক সেনা বাহিনীর সঙ্গে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সংঘাত উঠেছে চরমে। রাজনৈতিক তরজা তুঙ্গে।
গত মাসে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর বাজওয়ার মনোনীত জেনারেল নাদিম অঞ্জুমকে পরবর্তী আইএসআই প্রধান হিসাবে নিয়োগ করতে অনুমোদন দিয়েছেন ইমরান খান। প্রথমদিকে এবিষয়ে ইমরান খানের অমত থাকলেও পরে তিনি সহমত হন। ইমরান খানের অনুমোদন অনুযায়ী, আগামী ২০শে নভেম্বর জেনারেল অঞ্জুমের নতুন দায়িত্ব নেওয়ার কথা। পাশাপাশি ঐ একই দিনেই শেষ হচ্ছে বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জামানা।
আগামী ২০শে নভেম্বরের মধ্যে ইমরান খানকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাক সেনাবাহিনীর তরফে। ঐ দিনের মধ্যে পদত্যাগ না করলে পাক পার্লামেন্টে বদল আনবে বিরোধী দলগুলি।
সূত্রের খবর অনুযায়ী, পার্লামেন্টে ইমরানের দল পিটিআইয়ের বন্ধু হিসাবে পরিচিত আরও দুই দল পিএমএল-কিউ এবং এমকিউএম-ও নাকি সঙ্গ ছাড়তে চলেছে ইমরানের।
জানা যাচ্ছে, পিএমএল (এন)-এর নেতা শাহবাজ শরিফ হতে চলেছেন পরবর্তী পাক প্রধানমন্ত্রী।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- পাক-সেনা
- ইমরান খান