Budget 2024 | নতুন কর কাঠামোয় বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কমছে ক্যান্সারের ওষুধ-সোনা, রূপার দাম,৪ কোটি কর্মসংস্থান..আর কী কী ঘোষণা বাজেটে?

Tuesday, July 23 2024, 7:59 am
highlightKey Highlights

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। টানা সপ্তমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিক্ষা থেকে শুরু করে নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন, সোনার দাম, ক্যানসার চিকিৎসার খরচ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বাজেট পেশ করার আগে বলেন, 'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে।'


তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। টানা সপ্তমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিক্ষা থেকে শুরু করে নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন, সোনার দাম, ক্যানসার চিকিৎসার খরচ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করা হয়েছে-

বাজেটে চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। জানানো হয়, প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেনটিভ। ইপিএফও-র ওপরও গুরুত্ব দেওয়া হবে। যাঁরা প্রথম চাকরি করছেন, তারা চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে পিএফে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন। ৩টি ইনস্টলমেন্টে ৫০ হাজার টাকা অবধি এক মাসের বেতন দেওয়া হবে।এর ফলে ১০ লক্ষ মানুষ উপকৃত হবে বলে জানান অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে।

 নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা :

নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%, ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%, ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%, ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%

ইনসেনটিভ দেওয়ার ঘোষণা নির্মলার :

ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেনটিভ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। ইপিএফও-র সঙ্গেই টাকা দেওয়া হবে কর্মী ও সংস্থাকে। অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট অর্থাৎ অতিরিক্ত নিয়োগ হলে সরকার প্রতি ৩০০০ টাকা করে প্রতি মাসে দেবে ইপিএফও-র সঙ্গে। ৫০ লক্ষ কর্মী এতে উপকৃত হবেন।

 বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ঘোষণা :

পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা। এই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি বিহারের জন্য বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য এবং শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। জল, বিদ্যুৎ, রাস্তা ও রেলের উন্নতির জন্য অন্ধ্রকে দেওয়া হচ্ছে বিশেষ প্যাকেজ।

MSME-র জন্য বিশেষ স্কিম :

 এমএসএমই-র দিকে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার। আনা হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম, যাতে মেশিন কেনার জন্য লোন নেওয়া যাবে। প্রত্যেক আবেদনকারীকে দেওয়া হবে গ্যারান্টি ১০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি ফি। মুদ্রা লোন বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হল।

আবাস যোজনায় বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা :

আবাস যোজনার অধীনে ১ কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঋণে দেওয়া হবে ভর্তুকি। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন নির্মলা। তিনি আরও বলেন, “স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও।”

নির্মাণে বরাদ্দ ১১১১১১১ কোটি :

নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ করবে কেন্দ্র। অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বিপুল বিনিয়োগ করা হয়েছে, যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। আগামী ৫ বছরেও সেই ক্ষেত্রে জোর দেওয়া হবে। এর জন্য ১১১১১১১ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেনিচারে দেওয়া হয়েছে, যা জিডিপির ৩.৪ শতাংশ।

সৌরবিদ্যুতের ক্ষেত্রে পড় পদক্ষেপ :

 সৌরবিদ্যুৎ ব্যবহার করে ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী বাজেটেই এ কথা ঘোষণা করা হয়েছিল। এই স্কিমে ১.২৮ কোটি রেজিস্ট্রেশন হয়েছে ও ১৪ লক্ষ আবেদন জমা পড়েছে।

বেশ কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় :

অর্থমন্ত্রী জানান, বেশ কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেওয়া হচ্ছে। ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক। ৩টি ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক মকুব করল কেন্দ্র। এছাড়াও মোবাইল ফোন, চার্জারের একাধিক প্রযুক্তির আমদানি শুল্কে ছাড়, সোনা, রুপো, প্ল্যাটিনামে ৬.৪% আমদানি শুল্ক হ্রাস,তামার আমদানি শুল্ক ৪% কমানোর ঘোষণা করা হয়  বাজেটে। তবে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের উপর আমদানি শুল্ক বাড়ল।

আয়কর কাঠামোর আরও সরলীকরণের আশ্বাস:

অপরিবর্তিত রইল আয়কর। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করা হয়।

শিক্ষাক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা :

দেশের প্রতিষ্ঠানগুলিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের ১০ লাখ পর্যন্ত ঋণ ঘোষণা করা হয়। এ জন্য তিনি ই-ভাউচারের প্রস্তাব করেছেন। নির্মলা সীতারামন জানিয়েছেন, উচ্চ শিক্ষায় এই ঋণ প্রতি বছর ১ লাখ পড়ুয়াকে দেওয়া হবে। আর এই ঋণ মিলবে খুবই অল্পসুদে। মাত্র ৩ শতাংশ সুদের হারে এই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া পড়ুয়াদের। এবারের বাজেটে শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য মোট ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা উল্লেখ করা হয়েছে। 

অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য :

অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করার ঘোষণা অর্থমন্ত্রীর। তিনি বলেন, 'বিহারে সেচ এবং বন্যার জন্য মানুষ অসুবিধায় পড়ে। এরজন্য ১১হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল'। এছাড়াও কোশী নদীর বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ প্রকল্প তৈরি করার কথা বলেন তিনি। অসমের বন্যা নিয়ন্ত্রণেও সাহায্য করা হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার আগে বলেন,  'আমরা কর্মসংস্থান, মধ্যবিত্ত এবং স্কিল তৈরির ওপর জোর দেব। আমরা দেখব যাতে কর্মসংস্থান তৈরি হয়, শ্রমিকদের দক্ষতা বাড়ে।' উল্লেখ্য, মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File