Newtown | সাতসকালে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার নবজাতক! চাঞ্চল্য নিউটাউনে

Saturday, January 24 2026, 5:20 am
Newtown | সাতসকালে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার নবজাতক! চাঞ্চল্য নিউটাউনে
highlightKey Highlights

সদ্যোজাতর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নিউটাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।


নিউটাউনে চায়ের দোকানের পাশে আবর্জনার স্তুপ থেকে উদ্ধার হলো এক নবজাতকের দেহ। ঘটনাটি নিউটাউনের চণ্ডীবেড়িয়ার। নিউটাউন থানার পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে পুলিশ খবর পায় পাত্রপাড়ায় একটি আরর্জনার স্তূপে এক শিশুপুত্রের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সদ্যোজাতর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সদ্যোজাতর মৃত্যুর কারণ জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File