কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে নয়া আশঙ্কা, ভুয়ো তথ্য নিয়ে WHO-র সতর্কবার্তা
কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ের রিপোর্ট পাওয়ার আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবারও বিশ্বজুড়ে কোভিড-১৯ পরীক্ষা কমানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
করোনা ভাইরাস এবং নয়া প্রজাতি ওমিক্রন সম্পর্কে তিন ধরনের ভুল তথ্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেশ কয়েকজন বিশেষজ্ঞ ইতিমধ্যে, উদ্বেগ প্রকাশ করেছেন যে ইউরোপ আরও একটি কোভিড -১৯ ঢেউয়ের মুখোমুখি হতে চলেছেন।
WHO-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে হাইলাইট করে জানিয়েছেন যে "বিশাল পরিমাণে ভুল তথ্য" রয়েছে তাতে "অনেক বিভ্রান্তির" সৃষ্টি হচ্ছে। WHO-এর টেকনিক্যাল লিড যে ধরনের তিনটি ভুল ধারণা তুলে ধরেছে তা হল- Omicron ভেরিয়েন্টটি হালকা, এটি করোনাভাইরাসের শেষ রূপ এবং কোভিড-১৯ মহামারীর শেষ।
কেরখোভ বলেছেন, “আমাদের কাছে প্রচুর পরিমাণে ভুল তথ্য রয়েছে। Omicron হালকা নয়, এটি ভুল তথ্য। মহামারী শেষ হয়েছে এমন তথ্যও সত্যি নয়। ভুল তথ্য এটাও যে এই শেষ করোনা প্রজাতি যার সঙ্গে আমাদের মোকাবিলা করতে হবে। এই তথ্যগুলিই অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে।''
- Related topics -
- স্বাস্থ্য
- কোভিড ১৯
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- কোভিড তৃতীয় ঢেউ