Kasba Case | উধাও নির্যাতিতা! কোথায় আছেন জানে না পুলিশ! কসবা কাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন
Sunday, June 29 2025, 5:45 pm
Key Highlightsঅর্চনা মজুমদারের প্রশ্ন, গণধর্ষণের মতো অভিযোগ ওঠার পর যাঁকে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা, তিনি কোথায় সেটাই পুলিশ জানে না?
কসবা আইন কলেজে গণধর্ষণকাণ্ডে শুক্রবার সকাল থেকে তোলপাড় শুরু হয়েছে। পথে নেমেছে জাতীয় মহিলা কমিশন। রবিবার সকালে ‘সাউথ ক্যালকাটা ল কলেজে’ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। অর্চনা মজুমদারের অভিযোগ প্রথমাবস্থায় ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি তাঁকে। পরে ভেতরে যেতে দিলেও ছবি ভিডিও তুলতে দেওয়া হয়নি তাঁদের। এরপরই বিস্ফোরক অভিযোগ তাঁর। অর্চনাদেবীর দাবি, নির্যাতিতার বাড়িতে তালা ঝোলানো রয়েছে, নির্যাতিতা কোথায় জানেনা পুলিশ! তাঁর অভিযোগ পুলিশ আদতে কোথাও লুকিয়ে রেখেছে নির্যাতিতাকে।
- Related topics -
- শহর কলকাতা
- কসবা
- রাজ্য
- আইন
- আইনজীবী
- গণধর্ষণ
- কলকাতা পুলিশ
- পুলিশি নিরাপত্তা
- নিরাপত্তা
- পুলিশ
- মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক
- নারী সুরক্ষা
- জাতীয় মহিলা কমিশন

