Uber Ola | ব্যস্ত সময়ে দ্বিগুন ভাড়া হাঁকতে পারবে অ্যাপ-ক্যাব সংস্থাগুলি! ছাড়পত্র দিলো পরিবহণ মন্ত্রক

Wednesday, July 2 2025, 2:14 pm
highlightKey Highlights

১ জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নির্দেশিকাতে বলা হয়েছে, ব্যস্ত সময়ে সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে।


এবার ওলা উবেরের চালকদের বাড়তি রোজগারে সায় দিলো পরিবহন মন্ত্রক। এতদিন অবধি ব্যস্ত সময়ে মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করতে পারত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। ১ জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নির্দেশিকাতে পরিবহন মন্ত্রক জানিয়েছে, এবার থেকে ব্যস্ত সময়ে সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক ২ গুণ টাকাও চাইতে পারবে। তবে সর্বনিম্ন ভাড়া মূল ভাড়ার ৫০ শতাংশের কমও নেওয়া যাবে না। পরিবহন মন্ত্রক আরো জানিয়েছে এবার থেকে বৈধ কারণ ছাড়া ‘রাইড’ বাতিল করলে ১০০ টাকা অবধি জরিমানা হতে পারে চালককে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File