Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Friday, June 27 2025, 9:04 am
 Key Highlights
Key Highlightsভেন্যু নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত। ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া পুরোপুরি স্থগিত করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। IOCর নতুন প্রধান কৃষ্টি কভেন্ট্রি ঘোষণা করেন, নতুন করে অলিম্পিক আয়োজনের ভেন্যু হওয়ার শর্ত নির্ধারণ করা হবে। ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। আর তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। তবে সদ্যই IOCর বৈঠকে কৃষ্টি জানিয়েছেন, সব মিলিয়ে আপাতত পুরো ভেন্যু নির্বাচন প্রক্রিয়াই স্থগিত এবং ভেন্যু বাছাইয়ের শর্তও পুননির্ধারণ করা হবে।
-  Related topics - 
- খেলাধুলা
- অলিম্পিক
- আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি
- অলিম্পিক্স
- ভারত

 
 