Monkey Pox: সতর্কবার্তা বিশেষজ্ঞদের, যৌন মিলনেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস!
ইংল্যান্ড-সহ এ বার মাঙ্কি ভাইরাস হানা দিয়েছে স্পেন, পর্তুগাল ও আমেরিকায়। WHO সতর্ক করেছে মাঙ্কিপক্স ভাইরাস যৌন সংযোগের কারণে ছড়িয়ে পড়ছে, জেনে নিন কারণ ও লক্ষণ।
গত ৭ই মে লন্ডনে মেলে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর সন্ধান। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল, আফ্রিকাতেই কোনও ভাবে এই ভাইরাসের সংস্পর্শে আসেন তিনি। কিন্তু তার পরে কী ভাবে ছড়িয়ে পড়ছে এই রোগ, তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ড ছাড়াও স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশে মিলল মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিস। শুধু ইউরোপ নয়, আমেরিকার এক ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। একই রকমের উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করে দেখা হচ্ছে আরও বেশ কিছু ব্যক্তিকে।
মাঙ্কি পক্স ভাইরাস কি | What is Monkey Pox Virus
এক বিশেষ ধরনের বসন্ত হল মাঙ্কি পক্স। জলবসন্ত বা গুটিবসন্তের প্রতিকার থাকলেও বিরল এই রোগটি নিরাময়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও চিকিৎসাপদ্ধতি জানা নেই চিকিৎসকদের।
We are working very closely with our regional office and other agencies to evaluate each of these cases, the source of the infection, and forward contract tracing so that there is no further human-to-human transmission.
উপসর্গ | Symptoms of Monkey Pox
এই রোগের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। দেখা দিতে পারে কাঁপুনি ও ক্লান্তিও। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে শরীরে। হাম, বসন্ত, স্কার্ভি এবং সিফিলিসের কিছু কিছু লক্ষণের সঙ্গে এই রোগের উপসর্গগুলির কিছুটা মিল পাওয়া যায়।
এখন পর্যন্ত মাঙ্কিপক্সের কোনো প্রতিকার নেই এবং মৃত্যুর হার প্রায় ১০% বলে মনে করা হয়। বেশিরভাগ লোক সংক্রমণের দুই সপ্তাহ পরে লক্ষণগুলি বিকাশ করে এবং পুনরুদ্ধার করতে আরও দুই থেকে চার সপ্তাহ সময় নেয়।
আরও পড়ুন: Fitness: মাত্র ১০ মিনিটের শরীরচর্চাও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, দাবি গবেষণায়
মাঙ্কি পক্স কিভাবে সঞ্চারিত হয় | How is Monkeypox transmitted?
- সংক্রামিত প্রাণীর কামড় বা তার রক্ত, শরীরের তরল বা পশম স্পর্শ করে মাঙ্কিপক্স ধরা পড়ে।
- মাঙ্কিপক্স ইঁদুর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো ইঁদুর দ্বারা ছড়ায় বলে মনে করা হয়।
- সঠিকভাবে রান্না করা হয়নি এমন সংক্রমিত পশুর মাংস খেলেও এ রোগ ধরা সম্ভব।
- বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মাঙ্কিপক্স একটি যৌন সংক্রামক ভাইরাস হতে পারে।
- Related topics -
- স্বাস্থ্য
- ভাইরাস
- মাঙ্কি পক্স
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা