WFI Election Null and Void | কুস্তি ফেডারেশনের নির্বাচন বাতিল, বড় দায়িত্বে অ্যাড হক কমিটি

Tuesday, April 25 2023, 10:19 am
highlightKey Highlights

কুস্তিগীরদের আন্দোলনের জের। অবশেষে গঠন হলো অ্যাড হক ফেডারেশন। বাতিল কুস্তি ফেডারেশনের নির্বাচনও।


অ্যাড হকি কমিটি গঠনের দাবিতে ও কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের যৌন হেনস্তা এবং ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক তছরুপের বিরুদ্ধে পথে বসে আন্দোলনের সুফল পেলেন কুস্তিগীররা। অবশেষে তৈরি হলো অ্যাড হকি ফেডরেশন (Ad-Hoc Committee)। পিছোল কুস্তি ফেডারেশনের (WFI) নির্বাচনও।

সোমবার ক্রীড়ামন্ত্রকের তরফে চিঠি দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থাকে (IOC) অ্যাড হক কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছিল। চিঠিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে (Brij Bhushan Sharan Singh) যৌন হেনস্তা এবং ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক গন্ডগোলের অভিযোগ ওঠার পর যে ওভারসাইট কমিটি গঠন করা হয় তা সমস্ত তথ্য পর্যবেক্ষণ করে জানতে পারে ফেডারেশনের কাজ ও আর্থিক লেনদেনের হিসাবে কোনও স্বচ্ছতা ছিল না।

 কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
 কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
Trending Updates

উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগের সুযোগ নেই ক্রীড়াবিদদের। যার ফলেই পরিস্থিতির বদল ঘটিয়ে স্বচ্ছতা আনতে ফেডারেশনের কাজের দেখা শোনার জন্য অ্যাড হক কমিটি (Ad-Hoc Committee) গঠনের নির্দেশ দেওয়া হয়। এই কমিটি দায়িত্ব নেওয়ার ৪৫দিনের মধ্যে ফেডারেশনের নির্বাচন করার নির্দেশও পেয়েছে। যার ফলে এখন থেকে কুস্তি ফেডারেশনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে অ্যাড হক কমিটি। সঙ্গে আগামী ৭ মে ফেডারেশনের নির্বাচন বাতিল করার কথাও ঘোষণা করে ক্রীড়ামন্ত্রক।

কুস্তিগীরদের আন্দোলন
কুস্তিগীরদের আন্দোলন

তবে মন্ত্রকের নির্দেশে আরও একটি কমিটি গঠনে সন্তুষ্ট নন কুস্তিগীররা। তাদের অনুমান, সরকার নিযুক্ত তদারকি কমিটি ও আইওএ (IOA) উভয়ের সঙ্গেই যুক্ত রয়েছেন বেশ কয়েক ব্যক্তি যারা অভিযুক্ত সচিবকে তার বিরুদ্ধে দায়ের অভিযোগ থেকে রক্ষা করবে। কুস্তিগিরদের আশঙ্কা, আইওএ - র নতুন ট্রানজিটরি বা অ্যাড-হক কমিটিতেও ব্রিজভূষণ শরণ সিংয়ের -এর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সংশ্লিষ্ট সদস্য থাকবে এবং যারা সিংকে রক্ষা করবে।

 প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের  সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে তিন মাসের ব্যবধানে যন্তর মন্তরে (Jantar Mantar) পুনরায় অবস্থান বিক্ষোভ শুরু করেন কুস্তিগীররা। প্রতিবাদে উপস্থিত ছিলেন বজরং পুনিয়া (Bajrang Puniya), সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সঙ্গীতা ফোগাট (Sangeeta Phogat), সত্যওয়ার্ত কাদিয়ান(Satyawart Kadian), সোমবীর রথি (Somveer Rathi) এবং জিতেন্দ্র কিনহার (Jitender Kinha) মতো প্রমুখ আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগীররা।  ইতিমধ্যেই যৌন হেনস্তার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক কুস্তিগীর (Indian Wrestlers)। 

পথে বসে আন্দোলন কুস্তিগীরদের
পথে বসে আন্দোলন কুস্তিগীরদের

জানা গিয়েছে, দিল্লি পুলিশের কাছে এই ঘটনার অভিযোগের তদন্তের জন্য মন্ত্রক থেকে এমসি মেরি-কমের (M C Mary-Kom) নেতৃত্বে ছয় সদস্য তদারকি কমিটির রিপোর্ট চেয়েছে। সূত্র অনুসারে, ইতিমধ্যেই কুস্তি ফেডারেশনের সচিবের বিরুদ্ধে শীর্ষ আদালতে (Supreme Court) অভিযোগ জানান কমনওয়েলথ পদকজয়ী ভিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগীর। সিংয়ের বিরুদ্ধে এফএইআর (FIR) দায়ের করার আবেদন ছাড়াও শীর্ষ আদালতে পিটিশন দায়ের করা হয়।

কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগীর  সাক্ষী মালিক
কান্নায় ভেঙে পড়লেন কুস্তিগীর  সাক্ষী মালিক

প্রতিবাদী কুস্তিগীররা কনট প্লেস থানায় একটি অভিযোগ দায়ের করে জানান,নাবালক সহ সাতজন মহিলা কুস্তিগীরকে শ্লীলতাহানি, নির্যাতন এবং শোষণ করেছিলেন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। এছাড়াও, ফেডারেশনের আধিকারিক এবং কিছু কোচের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি ফেডারেশনের কার্যকারিতায় আর্থিক অব্যবস্থাপনা এবং তছরুপের অভিযোগে কিছু বিশিষ্ট কুস্তিগীরদের অভিযোগ দায়ের করা হয়। এরপর এই ঘটনার তদন্তের জন্য জানুয়ারি মাসে একটি তদারকি কমিটি গঠনের নির্দেশ দেয় মন্ত্রক। যা গত ৫ এপ্রিল মন্ত্রণালয়ে তার তদন্তের রিপোর্ট জমা দেয়। যার ভিত্তিতেই অ্যাড হক কমতি গঠন ও আগামী ফেডারেশন নির্বাচন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File