দিল্লিতে বরাত চূড়ান্ত, পশ্চিমবঙ্গ এবার প্রায় দু’হাজার বৈদ্যুতিক বাস পাবে
কেন্দ্রের ফেম-২ প্রকল্পের আওতায় কলকাতায় ২০০০টি বৈদ্যুতিক বাস সরবরাহের বরাতের এক বড় অংশ পেল টাটা মোটরস।
দীর্ঘদিন ধরেই ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে একাধিক বার রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় শোনা গিয়েছিল বৈদ্যুতিক বাসের কথা। এবার তা বাস্তবায়িত হতে চলেছে।
জুলাই মাস থেকে সারা দেশে টাটা মোটরস শুরু করবে ইলেক্ট্রিক বাস সরবরাহ
কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সিইএসএল-এর তত্ত্বাবধানে বেঙ্গালুরু, দিল্লি, সুরাত, হায়দরাবাদ এবং কলকাতা— এই পাঁচ শহরে মোট ৫৪৫০টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামানোর বরাত বুধবার নয়াদিল্লিতে চূড়ান্ত হয়েছে। কেন্দ্রের ফেম-২ প্রকল্পের আওতায় দূষণ কমানোর উদ্দেশ্যে ওপেক্স বা গ্রস কস্ট মডেলে ওই সব বাস চালানো হবে।
চুক্তি অনুযায়ী, বাসের দামের ৬০ শতাংশ টাকা তিন বছর ধরে ২০ শতাংশ হারে নির্মাণ সংস্থাকে দেবে কেন্দ্র। বদলে নির্মাণ সংস্থাকে বাস চালানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। বাস চলার জন্য রাজ্যকে কিলোমিটার পিছু একটি নির্দিষ্ট টাকা সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে। নির্মাণ সংস্থাকে আয়ের নিশ্চয়তা দেওয়া থাকছে প্রকল্পের শর্তের মধ্যে।