আবহাওয়া

ফের ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে, বাংলার আবহাওয়ার বদল ঘটতে পারে বলে বড় পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস

ফের ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে, বাংলার আবহাওয়ার বদল ঘটতে পারে বলে বড় পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস
Key Highlights

শীতের মরসুম শুরু হতে না হতেই চড়ল পারদ, বাতাসে ঠান্ডার আমেজ উধাও? বাংলার আবহাওয়ায় বদল ঘটবে কীভাবে তা জানুন

কলকাতার পারদ সামান্য বাড়ল রাতে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে জেলায় জেলায় রয়েছে শীতের আমেজ। কলকাতায় সকাল সন্ধ্যা মনোরম পরিবেশের পূর্বাভাস।

শীতের শুরুতে আবহাওয়ার পারদ তুঙ্গে, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা শিশির পড়েছে। জলীয় বাষ্প কমবে, শুষ্ক আবহাওয়া তৈরি হবে। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়নি।

আগামী কয়েকদিন ৩২ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আগামী সপ্তাহের শেষের দিকে জেলায় জেলায় শীতের আমেজ একটু বাড়বে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। আগামী দু-তিন দিনে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘন্টায় শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও শক্তি বাড়াবে।

আগামী সপ্তাহের শেষের দিকে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। সিকিম, দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন পার্বত্য এলাকায়।

জেলায় জেলায় হালকা শীতের আমেজ সকালে ও সন্ধ্যায়। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আমেজ একটু বাড়বে, তাপমাত্রা ক্রমশ কমবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং শিশির করতে পারে বেশ কিছু এলাকায়।

দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বা রিটার্ন মনসুনের প্রভাবে বৃষ্টি। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরী ও করাইকাল এলাকায়। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরালা মাহে অন্ধপ্রদেশ ইয়ানাম এবং রায়লসীমার কিছু এলাকায়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের পশ্চিম পার্বত্য এলাকায়। বৃষ্টি ও তুষারপাত হতে পারে মঙ্গলবার পর্যন্ত। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং সমতল এলাকাতেও হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে।



Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Weather Update | তাপমাত্রার পারদ চড়চড় করে চড়ছে, একনজরে মহানগরীর আজকের আবহাওয়া আপডেট
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]