আবহাওয়া

রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে,জানুন কবে থেকে কনকনে শীতে কাবু হবে রাজ্যবাসী

রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে,জানুন কবে থেকে কনকনে শীতে কাবু হবে রাজ্যবাসী
Key Highlights

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ডিগ্রির ঘরে। কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে জানেন কি?

বাংলাবাসীর কাছে এখন এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবহাওয়া দফতর শীত নিয়ে দারুণ খবর জানিয়ে দিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। তার আগে নভেম্বরে ঠান্ডা আর নতুন করে বাড়বে না।

রবিবার কলকাতায় পরিষ্কার আকাশ। তাপমাত্রা সামান্য বেড়ে ১৬ ডিগ্রির ঘরে থাকবে। জমিয়ে শীতের আমেজ পাওয়া যাবে। কলকাতায় আজ সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। গতকাল ১৬.৭  ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। অবাধ উত্তুরে হাওয়ায় রাজ্যে শীতের আমেজ থাকবে। কলকাতায় শীতের অনুভূতি কিছুটা কমবে। তবে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তরবঙ্গে ও শীতের অনুকূল পরিস্থিতি তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে।

আগামী কয়েকদিন কলকাতায় স্বাভাবিকের কাছে তাপমাত্রা থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নিচে। পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম এই জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাকি জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

এই মুহূর্তে সিনোপটিক সিচুয়েশন শীতের অনুকূল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে কোনও সিস্টেম নেই। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি আরব সাগরে, সেটি দক্ষিণ-পূর্ব আরবসাগর এলাকায়। অন্যটি বঙ্গোপসাগরে, যেটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে। পূর্ব রাজস্থানে শৈত্যপ্রবাহ চলবে আরও ২৪ ঘন্টা। এ ছাড়া দেশের বেশিরভাগ অংশেই শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় শীত থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস।



Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Special Train | সামনেই কালীপুজো-দিওয়ালি-ছটপুজো, বাড়তি ট্রেন ছাড়বে হাওড়া-শিয়ালদহ থেকে, ঘোষণা পূর্ব রেলের
Afghanistan–Pakistan | অশান্ত পাক-আফগান সীমান্ত ডুরান্ড লাইন, দুপক্ষের গোলা-গুলিতে মৃত ১২ পাক-সেনা
Durgapur Gang Rape | ডাক্তারি ছাত্রীর গণধর্ষণকাণ্ডে সহপাঠীর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন! চাঞ্চল্য দুর্গাপুরে
Digha | ভেঙে পড়লো আস্ত কালভার্ট, কলকাতা থেকে বিচ্ছিন্ন দিঘা! ভোগান্তি উইকএন্ডের পর্যটকদের
Pakistan | TLP-আন্দোলনের ২য় দিনে রক্তাক্ত ইসলামাবাদ! পুলিশের গুলিতে মৃত ১১, গৃহযুদ্ধের আশংকা পাক-ভূমিতে
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay